Home National ভয়ঙ্কর,নৃশংস, মুম্বই হামলার বর্ষপূর্তিতে জঙ্গি সংগঠন বলে ঘোষণা ইজরায়েলের

ভয়ঙ্কর,নৃশংস, মুম্বই হামলার বর্ষপূর্তিতে জঙ্গি সংগঠন বলে ঘোষণা ইজরায়েলের

by Mahanagar Desk
21 views

মহানগর ডেস্ক: মুম্বই সন্ত্রাস হামলার বর্ষপূর্তিতে সরকারিভাবে পাকিস্তানের লস্কর-ই-তৈবাকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করল ইজরায়েল। পাক জঙ্গি সংগঠনকে ভয়াবহ ও নৃশংস হিসেবে আখ্যা দিয়ে ইজরায়েল ব্যাখ্যা করে জানায় তারা লস্করকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এ নিয়ে ভারত থেকে কোনও অনুরোধ করা হয়নি। ইজরায়েলের দূতাবাস জানিয়েছে লস্করকে জঙ্গি ঘোষণা করার ব্যাপারে ভারত সরকার কোনও অনুরোধ না করা সত্ত্বেও ইজরায়েল সরকার ওই সংগঠনকে জঙ্গি ঘোষণার সমস্ত ধরণের প্রক্রিয়া সম্পন্ন করেছে। এবং ইজরায়েলে অবৈধ জঙ্গি তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যাপারে তারা সন্তুষ্ট। এক বিবৃতিতে জানানো হয়েছে লস্কর-ই-তৈবা একটি ভয়ঙ্কর ও নৃশংস সংগঠন। তারা কয়েকশো ভারতীয় সহ অন্য দেশের নাগরিকদের খুনের ব্যাপারে দায়ী।

তাদের ঘৃণ্য হামলার ঘটনা ঘটে ২০০৮ সালের ২৬ নভেম্বর, যা সবার মনে এখনও টাটকা রয়েছে। তাদের ভয়াবহ হামলা ওই বছরের ২৬ নভেম্বর শুরু হয় এবং ওই মাসের ২৯ তারিখ পর্যন্ত কার্যকর ছিল। হামলায় ১৬৬জন মানুষের মৃত্যু হয়, যাদের মধ্যে একাধিক বিদেশি নাগরিক ছিলেন। তিনশো জন মানুষ জখম হন। স্বয়ংক্রিয় অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড নিয়ে জঙ্গিরা মুম্বইয়ের বিভিন্ন জায়গায় নাগরিকদের নিশানা করেছিল। যার মধ্যে ছিল ছত্রপতি শিবাজি রেলস্টেশন,জনপ্রিয় লিওপোল্ড কাফে,দুটি হাসপাতাল ও একটি সিনেমা হল। কয়েক হাজার মানুষকে তারা নরিম্যান পয়েন্ট, ওবেরয় ট্রাইডেন্ট ও তাজমহল প্যালেস হোটেল পণবন্দি করেছিল। হামলায় ছজন ইজরায়েলির মৃত্যু হয়েছিল। সেই দুঃখ ইজরায়েলিরা ভুলতে পারেননি। ছাবাড হাউসে ওই ছজনকে খুন করা হয়।, মুম্বই হামলার বর্ষপূর্তিতে জঙ্গি সংগঠন বলে ঘোষণা ইজরায়েল

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved