Home National কি করলে ভারত বিশ্বকাপ জিততে পারত জানালেন অখিলেশ যাদব

কি করলে ভারত বিশ্বকাপ জিততে পারত জানালেন অখিলেশ যাদব

by Shreya Maji
24 views
কি করলে ভারত বিশ্বকাপ জিততে পারত জানালেন অখিলেশ যাদব

মহানগর ডেস্ক: না বিশ্বকাপ ফাইনালে  ২০০৩ এর বদলা ২০২৩ সালে নিতে পারেনি ভারত। চলতি ক্রিকেট বিশ্বকাপে ২০০৩ -এর মতই অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে রোহিত শর্মার মেন ইন ব্লু। ভারতেই এবারে বসেছিল বিশ্বকাপের আসর। গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে  হয়েছিল বিশ্বকাপের ফাইনাল  খেলা। ভারতের হার নিয়ে উঠেছে বহু কথা। বিশেষ করে  নরেন্দ্র মোদী স্টেডিয়াম নিয়ে বহু চর্চা হয়েছে। যদিও রাজনীতির রঙ আগেই লেগেছে। এবার   কি করলে ভারত বিশ্বকাপ জিতত সেতাই এবার জানালেন সমাজবাদী পার্টর প্রধান অখিলেশ যাদব।

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন  ওডিআই বিশ্বকাপ ২০২৩ এর ফাইনাল যদি গুজরাটের পরিবর্তে লখনউতে অনুষ্ঠিত হত, তবে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতত। ভারত ফাইনালে পৌঁছানোর জন্য টানা ১০টি ম্যাচ জিতেছে কিন্তু রবিবার গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে  লড়াইয়ে পরাজিত হয়েছিল। এই প্রসঙ্গেই অখিলেশ যাদব বলেছেন, ” যদি আহমেদাবাদের জায়গায় লখনউয়ে ফাইনাল ম্যাচ খেলা হত, তবে সকলের আশীর্বাদে টিম ইন্ডিয়া অবশ্যই জিতত। লখনউয়ে ম্যাচ হলে টিম ইন্ডিয়া ভগবান বিষ্ণু ওঅটল বিহারী বাজপেয়ীজির আশীর্বাদ পেত।” তিনি আরও বলেন, “এখন আমরা শুনছি যে পিচ নিয়ে কিছু একটা সমস্যা ছিল এবং খেলোয়াড়দেরও মাঝপথেই প্রাকটিস থামাতে হয়েছিল।” অর্থাৎ বিশ্বকাপ শেষ হলেও তার রেশ এখনও কাটেনি।

উল্লেখ্য,  ফাইনালে ভারত ৫০ ওভারে মাত্র ২৪০  রানে  ইনিংস শেষ করে।  লড়াই এক সময়ে হাড্ডাহাড্ডি হয় অধিনায়ক রোহিত শর্মা  ৩১ বলে ৪৭ রান করে চারটি বাউন্ডারি এবং তিনটি ছক্কা মারেন, বিরাট কোহলি ৬৩ বলে  ৫৪  রান করেন এবং কেএল রাহুল১০৭ বলে  ৬৬ রান করেন। বাকিরা বেশিক্ষন অজি বোলাদের দাপটে নিজেদের টিকিয়ে রাখতে পারেননি। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে মিচেল স্টার্ক (৩/৫৫)। অধিনায়ক প্যাট কামিন্স (২/৩৪) এবং জশ হ্যাজলউড (২/৬০)ও দুর্দান্ত বোলিং করেছেন। একটি করে উইকেট পেয়েছেন অ্যাডাম জাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েল।  অন্যদিকে বিশ্বকাপে ২৪১ রান তাড়া করার সময় ট্র্যাভিস হেড ১২০ বলে ১৩৭ রান করেন এবং মারনাস লাবুশেন  ১১০বলে ৫৮ রান করেন, ভারত মাত্র তাদের ৪টি উইকেট ফেলতে পেরেছিল। ষষ্ঠবার বিশ্বকাপ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া অন্যদিকে মন ভেঙেছে ভারতের। সেই সঙ্গে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা নিয়ে চড়ছে রাজনীতি।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved