Home National পেঁয়াজের ঝাঁঝ সামালে রাজধানীতে ২৫ টাকায় বিক্রির উদ্যোগ কেন্দ্রের

পেঁয়াজের ঝাঁঝ সামালে রাজধানীতে ২৫ টাকায় বিক্রির উদ্যোগ কেন্দ্রের

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক: টমেটোর পর পেঁয়াজ। টমেটোর দাম নিয়ে আমজনতা হিমশিম খাওয়ার পর এবার পেঁয়াজ নিয়ে রীতিমতো নাকাল হতে চলেছে সবাই। পরিস্থিতি সামাল দিতে রাজধানীতে ভর্তুকি দিয়ে ২৫ টাকায় পেঁয়াজ বিক্রির ব্যবস্থা করতে চলেছে সমবায় সংস্থা এনসিসিএফ।

সোমবার থেকে হেঁসেলে শান্তি ফেরাতে ২৫ টাকায় পেঁয়াজ বিক্রি করতে চলেছে তারা। এর আগে এনসিসিএফ কেন্দ্রীয় সরকারের তরফে ভর্তুকি দিয়ে বিক্রি করেছে। এবার পেঁয়াজ শস্তায় আমজনতার হাতে তুলে দিতে চলেছে তারা। কেন্দ্রীয় সরকার ২০২৩-২০২৪ সালের অর্থবর্যের জন্য তিন লক্ষ টন পেঁয়াজের বাফার স্টক মজুত করেছে। এ বছর আরও দু লক্ষ টন বাড়তি পেঁয়াজ মজুত করার সিদ্ধান্ত নিয়েছে।

এনসিসিএফের ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন. এই কাজ শুরু করতে দিল্লিতে পাইকারিভাবে মজুত করা হবে। এই পেঁয়াজ ভর্তুকি মূল্যে তাদের মোবাইল ভ্যান ও দুটি রিটেল আউটলেট থেকে বিক্রি করা হবে। রাজধানীতে দশটি মোবাইল ভ্যান পাঠানো হচ্ছে এবং আরও অনেক জায়গায় পাঠানো হবে।

You may also like