Home National রেলের একগুচ্ছ প্রকল্পের সূচনালগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,  থাকছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

রেলের একগুচ্ছ প্রকল্পের সূচনালগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,  থাকছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

by Shreya Maji
28 views
    • মহানগর ডেস্ক : হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল রওনা দিয়েছেন রাজ্যপাল। এদিন রেলের একগুচ্ছ প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে হাওড়া ডিভিশনের বেশ কয়েকটি স্টেশন আধুনিকীকরণ ও অন্যান্য প্রকল্পের আওতায় রয়েছে। দেশজুড়ে ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী। প্রকল্পে বরাদ্দ হয়েছে ৪৫৮ কোটি টাকা। নতুন করে সাজানো ও সংস্কার করা হবে দেশের ৫০৮টি স্টেশন। রেলওয়ে স্টেশনগুলোকে সাজানো হবে এয়ারপোর্টের আদলে। প্রকল্পের আওতায় বাংলার ৩৭টি স্টেশন।

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে থাকবেন রেলমন্ত্রী-মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে রেলের ৭ প্রকল্পের উদ্বোধন করবেন মোদী। স্টেশনে থাকবে আরও উন্নত পরিসেবা। স্টেশনগুলোকে গড়ে তোলা হবে ব্যবসায়িক কেন্দ্র এ। হাওড়া ডিভিশনের মূল অনুষ্ঠান হবে ব্যান্ডেল স্টেশনে। সেই অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম থেকে বিশেষ ট্রেনে তিনি রওনা দিয়েছেন। সঙ্গে ছিলেন পূর্ব রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানের সুরক্ষায় হাওড়ায় সতর্কতামূলক ব্যবস্থা। রেলওয়ে সূত্রে খবর, গতকাল রাত থেকেই বন্ধ নিউ কমপ্লেক্সের ক্যাবওয়ে। হাওড়ার ২১, ২২ ও ২৩ নম্বর প্লাটফর্মেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিন সকাল ৮টা থেকেই একাধিক ট্রেনের যাত্রায় নিয়ন্ত্রণ । দক্ষিণ-পূর্ব রেলের বেশ কয়েকটি ট্রেনের যাত্রা ও গতি নিয়ন্ত্রণ। পূর্ব রেলেরও কিছু ট্রেনের গতি ও যাত্রাপথ নিয়ন্ত্রণ হতে পারে। সূত্রের খবর অনুযায়ী , এই স্টেশনগুলির আধুনিকীকরণ যাত্রীদের আরও সুবিধা করে দেবে।একই সাথে নিরাপত্তার উন্নতি করবে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved