Home National প্রয়াত আন্তর্জাতিক মহলে প্রশংসিত প্রখ্যাত ভারতীয় সাহিত্যিক জয়ন্ত মহাপাত্র

প্রয়াত আন্তর্জাতিক মহলে প্রশংসিত প্রখ্যাত ভারতীয় সাহিত্যিক জয়ন্ত মহাপাত্র

by Shreya Maji
1 views
Jayanta Mahapatra

মহানগর ডেস্ক: প্রয়াত আন্তর্জাতিকভাবে প্রশংসিত কবি এবং সাহিত্যিক জয়ন্ত মহাপাত্র। জয়ন্ত মহাপাত্র ছিলেন প্রথম ভারতীয় কবি যিনি ইংরেজি কবিতার জন্য সাহিত্য একাডেমি (ভারতের চতুর্থ সর্বোচ্চ  নাগরিক সম্মান) পুরস্কার পান।

রবিবার  ৯৫ বছর বয়সে ওড়িশার কটকের শ্রীরামা চন্দ্র ভাঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  তাঁর মৃত্যু হয়। তিনি ‘ইন্ডিয়ান সামার’ এবং ‘হাঙ্গার’-এর মতো কবিতা লিখেছেন, যা আধুনিক ভারতীয় ইংরেজি সাহিত্যে ক্লাসিক হিসেবে বিবেচিত হয়। সাহিত্যে অবদানের জন্য কবিকে ২০০৯ সালে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করা  হলেও  তিনি ২০১৫ সালে পুরস্কার ফিরিয়ে দেন। অসুস্থতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। সাহিত্যিক জয়ন্ত মহাপাত্রের মৃত্যুতে গোটা সাহিত্য মহলে নেমে এসেছে শোকের ছায়া।

একটি বিশিষ্ট  খ্রিস্টান পরিবারে ১৯২৮ সালের ২২  অক্টোবর  জন্মগ্রহণ করেন জয়ন্ত মহাপাত্রে ।   ওড়িশার কটকের স্কুলে পড়াশোনা করেছেন তিনি। তিনি পদার্থবিদ্যার একজন প্রভাষক হিসেবে তার শিক্ষকতা জীবন শুরু করেন এবং ওড়িশার বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেন। ষাটের দশকের শেষের দিকে তিনি তার লেখালেখির জীবন শুরু করেন। তাঁর ছোট গল্প এবং কবিতাগুলি প্রাথমিকভাবে বেশ কয়েকজন প্রকাশক প্রত্যাখ্যান করেছিলেন। তবে তাঁর কবিতাগুলি আন্তর্জাতিক সাহিত্য জার্নালে প্রকাশিত হওয়ার পর কদর বাড়ে। মহাপাত্র কবিতার উপর ২৭টি বই লিখেছেন, যার মধ্যে সাতটি ওডিয়ায় এবং বাকি  ইংরেজিতে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved