Home National শিক্ষিকার দিকে বাসি খিচুড়ি ছুঁড়লেন অভিভাবকরা, কেন ঘটল ঘটনা

শিক্ষিকার দিকে বাসি খিচুড়ি ছুঁড়লেন অভিভাবকরা, কেন ঘটল ঘটনা

by Shreya Maji
13 views

মহানগর ডেস্ক: রায়গঞ্জের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাসি খিচুড়ি নিয়ে ধুন্ধুমার কাণ্ড।রান্নার সঙ্গে বাসি খিচুড়ি মিশিয়ে খাওয়ানো হচ্ছে বাচ্চাদের। এমনটাই অভিযোগ তুলেছেন অভিভাবকরা।শিশুদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বেড়েছে সেখানে। অভিভাবকরা মঙ্গলবার এই বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। আর তার পরই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা, সহায়িকার গায়ে ছুঁড়ে দিলেন তাঁরা!রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের গৈতর কেন্দ্রে ঘটনা ঘিরে তুমুল শোরগোল।

রায়গঞ্জের এই আইসিডিএস (ICDS) কেন্দ্রের অভিভাবকদের অভিযোগ, শনিবারের বাসি খাবার প্রায়শয়ই সোমবার খাওয়ানো হয় বাচ্চাদের। আর এই সপ্তাহে সোমবার ছুটি থাকায় আজ, মঙ্গলবার সেই শনিবারের বাসি খাবার (Stale food) আজকের রান্নায় মেশানো হয়েছে। আর তা এদিন হাতেনাতে ধরে ফেলেন অভিভাবকরা। এর পরই রান্না করা খিচুড়ি শিক্ষিকা ও সহায়িকার গায়ে ঢেলে দেওয়া হয়। বহু চেষ্টা করেও তাঁদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারেননি। মাথায়, গায়ে খিচুড়ি ভর্তি হয়ে যায় তাঁদের।

রত্না সরকার নামে এক অভিভাবক এই বিষয় নিয়ে বলেন, ”প্রায়শয়ই বাসি খাবার দেওয়া হয়। শনিবারের বাসি খাবার সোমবার খাওয়ানো হয়। আমরা আজ হাতেনাতে ধরে ফেলেছি।” যদিও বাসি খাবার দেওয়ার দায় সহায়িকার উপর চাপিয়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী তথা শিক্ষিকা বিজলি সিংহ। তাঁর মন্তব্য, ”আমি এভাবে খাবার মিশিয়ে দিতে বারণ করি। তবুও রাঁধুনি এমনটা করে। এতে আমার কোনও দোষ নেই। আমি অভিভাবকদের সেটাই বুঝিয়ে বলার চেষ্টা করেছি।” কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি মোটেও। তাঁকে অভিভাবকদের যথেষ্ট প্রহারের মুখে পড়তে হয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved