Home National বড় সিদ্ধান্ত দক্ষিণ–পূর্ব রেলের, রাতের ট্রেনে পাড়ি দিন দীঘা

বড় সিদ্ধান্ত দক্ষিণ–পূর্ব রেলের, রাতের ট্রেনে পাড়ি দিন দীঘা

by Admin
1 views

নিজস্ব সংবাদদাতা: ভ্রমণপিপাসু বাঙালি একটু কাজের ফাঁক পেলেই প্রায়ই ছুটে চলে যান দীঘার সমুদ্রসৈকতে। কে না ভালোবাসে ঘুরতে?  যাতায়াত করার জন্য অনেক  ব্যবস্থা রয়েছে। কিন্তু রাতে ট্রেনে করে সকালে দিঘায় নামার ব্যবস্থা এতদিন ছিল না। দিঘায় যাওয়ার ট্রেন শুধুমাত্র ভোরবেলা কিংবা সকালেই ছিল এতদিন। আর তাতে টিকিট পাওয়া নিয়েও  একাধিক সমস্যায় পড়তে হত। কারণ রাতে কোনও ট্রেন ছিল না। সেই আশা মিটতে চলেছে এবার । এবার সেই সুযোগ নিয়ে আসতে চলেছে দক্ষিণ–পূর্ব রেল।

রাতের ট্রেনে দিঘা সফর পরিষেবা চালু করা হচ্ছে পরীক্ষামূলকভাবে। সূত্রের খবর, সেটা যদি সফল হয় তাহলে সারা বছরের জন্য এই পরিষেবা বাস্তবায়িত হতে পারে।রাতেই এই ট্রেন ছাড়বে। আর ভোরে পর্যটরদের পৌঁছে দেবে সমুদ্রসৈকতে।

কখন রাতের ট্রেন ছাড়বে?‌

শনিবার এবং রবিবার সাঁতরাগাছি থেকে দিঘার রাতের ট্রেন ছাড়বে ১১টা ৪৫ মিনিটে। এই ট্রেন ভোর ৩টে নাগাদ সৈকতনগরী দিঘায় পৌঁছে দেবে পর্যটকদের। সুতরাং ছুটি কাটানোর জন্য গোটা দিনটা সময় পাওয়া যাবে।আর ফেরার সময় রবিবার এবং সোমবার সকাল ৮টায় ট্রেন ধরতে হবে। যা সাঁতরাগাছি পৌঁছে দেবে যাত্রীদের ১২টা ১০ মিনিটে। এই রাতের ট্রেন সফরের জন্য যাত্রীরা পাবেন ১২টি সাধারণ স্লিপার এবং চারটি থ্রি–টায়ার কামরা। এমন সময়কে বেছে নেওয়ার জন্য দিঘায় যাওয়ার ট্রেনের টিকিটের চাহিদাও বেশি থাকে।

আর কী জানা যাচ্ছে?‌ শুধুমাত্র রাতে দীঘার উদ্দেশ্যে ছাড়বে এই ট্রেন। পাশাপাশি,রাতের সফরে মিলবে উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক, দেশপ্রাণ, কাঁথি স্টেশন।রাতের দিঘার ট্রেন এগুলিতে স্টপেজ দেবে। আর তার পরেই দিঘায় থামবে। এমন একসঙ্গে ছুটি পেলে দিঘায় যাওয়ার ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে উঠে যায়। আর এই ট্রেন চালু হওয়ায় পর্যটকদের অনেক উপকার হবে বলে মনে করা হচ্ছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved