Home National রতন টাটাকে হুমকি ফোন, এমবিএ পাশ যুবকের খোঁজে মুম্বই পুলিশ

রতন টাটাকে হুমকি ফোন, এমবিএ পাশ যুবকের খোঁজে মুম্বই পুলিশ

by Mahanagar Desk
6 views

মহাননগর ডেস্ক: কিছুদিন আগে টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান এবং প্রবীণ শিল্পপতি রতন টাটাকে হুমকি ফোন করা হয়েছিল। কে হুমকি দিয়েছিল, তার খোঁজ করতে গিয়ে এক এমবিএ ছাত্রের খোঁজ পেল পুলিশ। পুলিশ জানিয়েছে তদন্ত চলাকালীন জানা গিয়েছে অজ্ঞাত পরিচয় কলারের সিৎজোফ্রেনিয়া রয়েছে। মুম্বই পুলিশের এক অফিসার জানিয়েছেন ফোনে পুলিশকে রতন টাটার নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছিল। নাহলে তাঁর অবস্থা সাইরাজ মিস্ত্রির মতো হবে। সপরিচিত শিল্পপতি সাইরাজ ২০০২ সালের ৪ সেপ্টেম্বর গাড়ি দুর্ঘটনায় মারা যান। ফোন পেয়ে মুম্বই পুলিশ বিশেষ সতর্কতা জারি করে এবং রতন টাটার নিরাপত্তা আঁটসাটো করার জন্য পুলিশের একটি টিমকে দায়িত্ব দেওয়া হয়।

বাকি একটি টিমকে ফোন করে যে হুমকি দিয়েছিল, তাকে খুঁজে বের করার দায়িত্ব দেয় মুম্বই পুলিশ। জানা গিয়েছে তারা কারিগরি সহায়তার মাধ্যমে এবং টেলিকম সার্ভিস প্রোভাইডারের সাহায্যে ফোন কলারের হদিশ পাওয়া যায়। পুলিশ জানতে পারে কর্ণাটক থেকে ফোনটি করা হয়েছিল। ফোন কলারের বাড়ি পুণে বলে জানা যায়। পুলিশ ফোন কলারের বাড়ির খোঁজ করে সেখানে এসে জানতে পারে গত পাঁচদিন ধরে সে নিখোঁজ রয়েছে। তার স্ত্রী ভোসারি থানায় মিসিং ডায়রি করেছে। তাদের এক আত্মীয়ক জেরা করে পুলিশ জানতে পারে এমবিএ পাশ করা ওই ফোন কলার সিৎজোফ্রেনিয়ায় ভুগছে এবং সে তার ফোন নিয়ে গিয়েছে। ওই ফোন থেকেই ফোন করা হয়েছে। কারো বাড়ি থেকে তাকে না জানিয়ে ফোন করা হয়েছিল। এমবিএ পাশ করা ফোন কলার মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করেছিল বলে জানতে পারে পুলিশ। সে সিৎজোফ্রেনিয়ায় ভুগছে তাই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

 

.

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved