Home National একরাত্রি সন্দেশখালিতে কাটিয়ে কি কি পর্যবেক্ষণ করলেন ডিজি রাজীব কুমার?

একরাত্রি সন্দেশখালিতে কাটিয়ে কি কি পর্যবেক্ষণ করলেন ডিজি রাজীব কুমার?

by Mahanagar Desk
37 views

মহানগর ডেস্ক :  গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সন্দেশখালিতে ছিলেন ডিজি রাজীব কুমার । সন্দেশখালির বিভিন্ন জায়গায় তিনি টাইল দেন। সন্দেশখালির সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানকার পরিস্থিতি নিজেদের চোখে দেখেন ও নিজ কানে শোনেন  ঠিক কি হয়েছে, কি ঘটনা ঘটেছে। সন্দেশখালি তে দাঁড়িয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সাফ  জানিয়েছেন‘যাঁরা আইন ভেঙেছেন তাঁরা গ্রেফতার হবেন ।” তারপরেই আজ বৃহস্পতিবার তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।

আজ ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, কথা ছিল, সকাল ১০টার দিকে সাংবাদিক বৈঠক করবেন বলেছিলেন ডিজি রাজীব কুমার । ওই বৈঠকে তিনি বড় ঘোষণা করতে পারেন এমনটাই মনে হচ্ছিল। কিন্তু জরুরি কাজ পড়ে যাওয়ায় সেই বৈঠক বাতিল করে কলকাতায় চলে যান । গতকাল রাতের দিকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বিরাট বাহিনী সঙ্গে নিয়ে সন্দেশখালিতে হাজির হন। এসেই গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তাঁদের ঘরে ঘরে যান তিনি । গ্রামবাসীদের প্রত্যেকের অভিযোগ, আর্তনাদ, দুঃখের- অত্যাচারের কথা শোনেন তিনি।  সূত্রের খবর, গতকাল রাতে গ্রামবাসীদের অবস্থা পরিদর্শন   করার পর, ডিজি স্থানীয় পুলিশদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন কাজের নির্দেশ দিয়েছেন । জানা গিয়েছে ডিজি মাঝরাতে পর্যন্ত বাইকে চড়ে বসে এলাকার বিভিন্ন প্রান্ত টাইল দেন, ঘুরে দেখেন সন্দেশখালির ওলিগলি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ জায়গাগুলি । তারপর তিনি সন্দেশখালি থানার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। কথা বলেন পুলিশ আধিকারিক থেকে শুরু করে, সিভিক পুলিশদের একাংশের সঙ্গে। চারিদিকে টাইল দেওয়ার পর সন্দেশখালির জেটি ঘাট লাগোয়া পি ডব্লিউ ডির গেস্ট হাউসে রাতের বেলা একটু বিশ্রাম নেন। বিশাল পুলিশ বাহিনীকে এলাকায় টহল দিতে দেখা যায় রাত থেকেই। সকাল হতেই, আবার বৃহস্পতিবার সকালে তিনি জলপথে বেশ কয়েকটি দ্বীপ ঘুরে দেখেন। নদী পথে সেতুলিয়া সর্দারপাড়ার দিকেও যেতে দেখা যায় তাঁকে। কথা বলেন পুলিশ, সিভিক পুলিশদের একাংশের সঙ্গেও। বৃহস্পতিবার সকালে লঞ্চে করে চারিদিক পরিদর্শন করার জন্য জলপথে বেরোনোর আগে রাজীব কুমার সংবাদমাধ্যমে জানান, “যাঁদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাঁরা সবাই গ্রেফতার হবেন। যাঁরা আইন ভেঙেছেন,তাঁরা গ্রেফতার হবেন।”

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমি এসেছিলাম পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলেছি। এলাকা ঘুরে দেখেছি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। তাঁদের যা অভিযোগ রয়েছে আমি আবেদন করছি পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। তা সে জমি সংক্রান্ত হতে পারে, নিপীড়ন সংক্রান্ত হতে পারে। আপনারা অভিযোগ জানান। যারা যারা আইন ভেঙেছেন তারা সকলে গ্রেফতার হবেই।” গতকাল অর্থাৎ ২১সে ফেব্রুয়ারি রাজীব কুমার বলেছিলেন, ‘আজকে আমি সব দেখে নিই, কালকে জানাব।” সেইমতো আজ রাজীব কুমার বলেন, ‘ফোর্স ও অফিসারদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। মানুষের প্রতি যা কর্তব্য আছে তা পালন করব। যাদের যে যে সমস্যা আছে, আমরা সকলের ব্যবস্থা করব, যে যে আইন ভেঙেছে, তাদের প্রত্যেকের শাস্তি হবে।’

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved