মহানগর ডেস্ক : সমস্ত কর্মসূচি বাতিল করে আজই কলকাতায় ফিরছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে এই খবর জানা গিয়েছে। দলে প্রার্থী দেওয়া নিয়ে দলীয় কোন্দল বাড়ছে। এই বিবাদ এবার হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়েও শুরু হয়েছে।
আর প্রসূনের বিরোধীত শুরু হয়েছে মমতার অন্দরমহল থেকে। তাঁর ভাই স্বপন বা বাবুন বন্দ্যোপাধ্যায় স্বয়ং হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তৃণমূল সূত্রে খবর দলীয় এই কোন্দল থামাতেই সরকারি কর্মসূচি এবং সিএএ বিরোধী মিছিল না করে মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে কলকাতায় আজই ফিরছেন। যদিও আজই মমতার শিলিগুড়ি থেকে ফেরার কর্মসূচি নির্ধারিতই ছিল। তাই বলা যায় তিনি সূচি মেনেই ফিরছেন।
ব্যতিক্রম শুধু উত্তরকন্যার পাশে ডাবগ্রাম মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে ভাষণ এবং শিলিগুড়িতে ছোট একটি সিএএ বিরোধী পদযাত্রার কর্মসূচি বাতিল করে মমতা কলকাতায় ফিরছেন। কেবল পরিষেবা প্রদানের অনুষ্ঠানটি হবে উত্তরকন্যায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। তারপরই ফিরবেন কলকাতায়। তবে আদৌ কী কারণে মুখ্যমন্ত্রী কর্মসূচি কাটছাট করে দ্রুত কলকাতায় ফিরছেন সেটা সঠিক ভাবে নবান্ন বা তৃণমূল সূত্র জানায়নি। অনুমান করা হচ্ছে প্রার্থী নিয়ে দলীয় কোন্দল নিরসনে এবার দ্রুত পদক্ষেপ করতেই মমতা কলকাতায় ফিরছেন কর্মসূচি কাটছাট করে।