মহানগর ডেস্কঃ সন্দেশখালি ইস্যুকে কেন্দ্র করে আসরে নেমেছে বিরোধী পক্ষরা। সন্দেশখালিতে ঘটে যাওয়া একের পর চাঞ্চল্যকর ঘটনায় রাজ্যের শাসক শিবিরকে কোণঠাসা করতে চাইছে বিরোধীরা। এর মধ্যেই মাঠে কোমর বেঁধে নেমেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালির যাওয়ার পথে একাধিকবার বাঁধার মুখে পড়তে হয় তাঁকে। ১৪৪ ধারার অজুহাতে তাঁকে এলাকায় প্রবেশ ওরতে দেওয়া হচ্ছেনা বলেই অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। এরপরেই সন্দেশখালি যাওয়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় তিনি।
এরমধ্যেই এবার শুভেন্দুর বিরুদ্ধে FIR দায়ের করতে চেয়ে প্রধানবিচারপতির দ্বারস্থ হয় রাজ্য। এর আগে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে আবেদন করে রাজ্যের শাসক শিবির। আজ,সোমবার রাজ্য প্রধান বিচারপতির কাছে জানায়, মামলা শোনার এক্তিয়ার রয়েছে বিচারপতি জয় সেনগুপ্তর। কিন্তু যেহতু তিনি এখন সার্কিট বেঞ্চে রয়েছেন, তাই শুনানির জন্য অন্য বেঞ্চ নির্ধারণ করার আবেদন জানানো হয় প্রধান বিচারপতির কাছে। এরপরেই আদালত মামলা দায়েরের অনুমতি দেয়।
সূত্রের খবর, মামলা শুনবেন বিচারপতি জয় সেনগুপ্ত। যদি প্রয়োজন হয় তাহলে অনলাইনের মাধ্যমেও হতে পারে শুনানি। আগামীকাল রয়েছে শুনানির ইঙ্গিত। অপরদিকে বিজেপির সুকান্ত মজুমদার ধরনায় বসতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি সন্দেশখালির ঘটনার প্রতিবাদে ধরনায় বসতে চান বলেই জানা যাচ্ছে। ২৬-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ধরনা অবস্থান। তবে পুলিশের পক্ষ থেকে গতকাল এই আবেদন খারিজ করা হয়েছে। এই প্রসঙ্গে প্রশ্ন তোলেন বিজেপির আইনজীবী, তিনি বলেন-“একই জায়গায় ১২ দিন ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের কেন আটকানো হচ্ছে?” আগামীকাল রয়েছে মামলার শুনানি।