মহানগর ডেস্ক: মাটিচাপা পড়ে মৃত্যু হল চার শিশুর। ইন্দো বাংলাদেশ সীমান্তের দাসপাড়ায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সীমান্ত এলাকায় ড্রেন কাটার কাজ চলছিল। আচমকা সেখানে মাটিতে ধস নামে। সেই সময় কয়েকজন বাচ্চা খেলছিল। মাটির ধসে চাপা পড়ে যায় চারজন।
বিএসএফ জওয়ানরাই ওই শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গ্রামপঞ্চায়েতের চেতনাগছ এলাকায় ঘটনাটি ঘটেছে। চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। গ্রামবাসীদের দাবি, সীমান্তরক্ষী বাহিনীর তরফে এই ড্রেন কাটার কাজ চলছিল। পাল্টা উদ্ধারকারী বিএসএফের বক্তব্য, এখানে তাদের কোনও ভূমিকাই নেই। মানুষ বিপদে পড়েছে শুনে ছুটে আসে তারা। বাচ্চাদের তাড়াতাডি করে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। চোপড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় বাসিন্দা সাগর আলি বলেন, “সীমান্ত এলাকায় বিএসএফ হাইড্রেন খুঁড়ছিল। মাটিটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল। ৬-৭টা বাচ্চা ওখানে খেলতে গেলে এই ঘটনা ঘটে।” অন্যদিকে উদ্ধারকারী একবিএসএফ জওয়ান জানান, “ওখানে যে মাটিতা আমাদের নয়। সাধারণ মানুষের।”