Home Bengal বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মের মধ্যে ভেঙ্গে পড়ল জলের ট্যাঙ্ক, মৃত-আহত একাধিক

বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মের মধ্যে ভেঙ্গে পড়ল জলের ট্যাঙ্ক, মৃত-আহত একাধিক

by Shreya Maji
11 views

মহানগর ডেস্ক: সপ্তাহের মাঝে দুর্ঘটনা। তাও আবার বর্ধমানের মত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশনে। সকাল সকাল  স্টেশন চত্বরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। বর্ধমানের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে হঠাত জল ট্যাঙ্ক ভেঙে আহত হয়েছেন ২৭ জন। ৩ জনের মৃত্যু হয়েছে বলেই জানানো হয়েছে। যদিও মৃত্যুর খবর সরকারি ভাবে জানানো হয়নি। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় উদ্ধারকারী দলকে।

খবর পেয়েই ঘটনাস্থলে উদ্ধারকাজে পৌঁছায় বর্ধমান জিআরপি ও আরপিএফ এবং বর্ধমান থানার পুলিশ।   আহতদের চিকিৎসার দেওয়া হচ্ছে। হঠাত করেই জলের ট্যাঙ্ক ভেঙ্গে পড়ে সেই সময়ে স্টেশনে কয়েকজন যাত্রী উপস্থিত ছিল। পুলিশ ও উদ্ধারকারি দল এসে উদ্ধার কাজ শুরু হয়েছে।  জলের ট্যাঙ্কটি দুপুর ১২টা ৮ মিনিট নাগাদ ভেঙে পড়ে বলেই  জানা গিয়েছে। প্ল্যাটফর্মের শেডের ওপর ট্যাঙ্কের লোহার অংশ ভেঙে পড়ে ।  গুরুতর আহত হন অপেক্ষারত যাত্রীরা।  বেশ কয়েকজন যাত্রীকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হবে বলেই জানানো হয়েছে।পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র  জানান, ‘‘দুর্ঘটনার খবর পেয়েছি। আমরা ওখানেই যাচ্ছি। কী করে ঘটল তা এখনও পরিষ্কার নয়। আহতদের দ্রুত বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করানো হয়েছে। দুর্ঘটনার জেরে ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হয়েছে।’’

উল্লেখ্য, বর্ধমান স্টেশনে এই ধরনের ঘটনা নয়। এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। প্রায় ৩ বছর আগে বর্ধমান স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে  প্রবেশের  মুখে পুরনো দোতলা ভবনে বারান্দা ও তার স্তম্ভগুলি ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটেছিল। তখন ২ জন আহত হয়েছিলেন। বার বার রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত স্টেশনে এই ঘটনায় প্রশ্ন উঠছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved