Home Kolkata শারীরিক অবস্থার উন্নতি কালীঘাটের কাকুর! সরানো হল ICU থেকে কেবিনে

শারীরিক অবস্থার উন্নতি কালীঘাটের কাকুর! সরানো হল ICU থেকে কেবিনে

by Mahanagar Desk
10 views

মহানগর ডেস্ক: শারীরিক অবস্থার উন্নতি ঘটছে। সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে মেডিক্যাল বোর্ডের রিপোর্টের ভিত্তিতে SSKM-এর আইসিইউ থেকে কেবিনে সরানো হল।ইডি এবার কী পদক্ষেপ নেবে? কণ্ঠস্বর পরীক্ষা কবে হবে? সকলের এখন সেদিকেই নজর।

কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারির পর থেকেই একাধিকবার অসু্স্থ হয়েছেন। এসএসকেএমে দীর্ঘদিন ধরে ভর্তি তিনি। চিকিৎসা সেখানেই চলছে। এদিকে সুজয়কৃষ্ণ ভদ্র নিয়োগ দু্র্নীতি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদন্তকারীদের ধারনা তাঁর থেকে তদন্তে প্রয়োজনীয় প্রচুর তথ্য পাওয়া যাবে। ফলে তদন্তের স্বার্থে বহুদিন ধরে সুজয়কৃষ্ণের কন্ঠস্বর পরীক্ষার পরিকল্পনা ছিল ইডির। তবে তা সম্ভব হচ্ছিল না ধৃতর শারীরিক অবস্থার কারণে। অবশেষে গত শুক্রবার এসএসকেএমের সঙ্গে আলোচনার পর ইডি ভয়েস স্যাম্পেল টেস্ট করার সিদ্ধান্ত নেয়।

তবে পরিকল্পনা অনুযায়ী,কালীঘাটের কাকুকে শুক্রবার সকালে এসএসকেএম হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে জোকা ইএসআই হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা পরীক্ষার পর অনুমতি দিলে ওইদিনই তাঁর কণ্ঠস্বর পরীক্ষা করত ইডি। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন সুজয়কৃষ্ণ ভদ্র। তীব্র বুকে ব্যথা অনুভব করায় তাঁকে পাঠানো হয় আইসিইউতে। ১৮ নম্বর বেডে ছিলেন তিনি। মেডিক্যাল বোর্ড গঠন করা হয় তাঁর চিকিৎসায়। তাঁর অ্যাঞ্জিওগ্রাফি এবং বেশ কয়েকটি পরীক্ষা করা হয় গত পরশু অর্থাৎ সোমবার। মঙ্গলবার এসেছে রিপোর্ট। গতকাল মেডিক্যাল বোর্ডের চিকিৎসরা তার ভিত্তিতেই বৈঠক করেন।এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, এর পর রাতে তাকে ফের কেবিনে স্থানান্তরিত করা হয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved