by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক : রাজ্যজুড়ে ভোট রাজনীতির মন্দ হাওয়া ক্রমেই মাত্রা ছাড়াচ্ছে। নির্বাচনী প্রচার মঞ্চ থেকে প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরকে কটাক্ষ করে কিছু মন্তব্য করেছিলেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তার প্রতিবাদ করতে গিয়ে এক সিপিএম কর্মী আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই সিপিএম কর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ নিয়ে শুক্রবার রাত থেকে উত্তেজনার পরিস্থিতি নিশ্চিন্দা থানার দুর্গাপুর সমবায়পল্লি এলাকায়। অভিযোগ তৃণমূলের দিকে।

এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন দীপ্সিতা ধর স্বয়ং। শুক্রবার সন্ধ্যায় বালির দুর্গাপুর অভয়নগর-১ গ্রাম পঞ্চায়েত অফিসের উল্টো দিকে একটি জনসভা করছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সভায় কল্যাণ সিপিএম প্রার্থী দীপ্সিতার নাম করে বেশ কিছু মন্তব্য করেন যা, আপত্তিকর বলে মনে হয় ওই এলাকার বাসিন্দা কৌশিক দত্তের। তিনি কল্যাণের এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এর পরই ঘরনা নতুন মোড় নেয়। কল্যাণ সভা করে চলে যাওয়ার পর স্থানীয় তৃণমূল কর্মীরা কৌশিকের বাড়িতে ঢুকে তাঁর উপর হামলা চালান বলে অভিযোগ। আক্রান্তের পরিবারের দাবি, কৌশিককে চড়-লাথি-ঘুষি মারা হয়েছে। এমনকি, স্বামীকে রক্ষা করতে গিয়ে আক্রান্ত হন কৌশিকের স্ত্রী সন্ধ্যা দত্তও। শাসকদলের ঘনিষ্ঠরা কৌশিকের বাড়ি লাগোয়া তাঁর দোকানেও ভাঙচুর চালান বলে অভিযোগ। পরে স্থানীয় পঞ্চায়েত প্রধান সোনালী চক্রবর্তী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। যদিও হামলার কথা অস্বীকার করেছেন সোনালী। তাঁর দাবি, ‘‘মত্ত অবস্থায় কৌশিক অশ্লীল ভাষায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে উদ্দেশ্য করে গালিগালাজ করেছেন।’’ অন্য দিকে, কৌশিক বলেন, ‘‘সিপিআইএম প্রার্থী জিতবে বলাতেই আমার উপর হামলা করা হয়েছে।’’

এই অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে নিশ্চিন্দা থানার পুলিশ আসে। আক্রান্ত কৌশিক এবং তাঁর স্ত্রীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তবে আক্রান্তের পরিবারের সূত্রে খবর, তাঁরা এতটাই আতঙ্কের মধ্যে রয়েছেন যে, এখনও পর্যন্ত পুলিশে লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি। সংবাদমাধ্যমের কর্মীদের কাছেও মুখ খুলতে তাঁরা যথেষ্ট আতঙ্কিত বোধ করছেন।

এই নির্বাচনে তৃণমূল পঞ্চায়েত নির্বাচনের হিংসার পরিস্থিতি পুনপ্রতিষ্ঠিত করতে চাইছে বলে সিপিএমের অভিযোগ। আর এই কারণেই তৃণমূল সিপিএম-এর মিছিলে হামলা করছে, মনোনয়নে বাধা দিচ্ছে, কুকথা বলছে প্রকাশ্য জনসভায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এই অস্থির রাজনীতির অন্যতম নেতা, তাই তিনি তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই দীপ্সিতা ধরকে কুৎসিত কথা প্রকাশ্য জনসভা থেকে বলেছেন, এটাই ওনার রুচি, মানুষ এর জবাব দেবে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved