Home Bengal নির্বাচনী মরশুমে স্বস্তিতে শান্তনু ঠাকুর, করা যাবে না কড়া পদক্ষেপ, নির্দেশ আদালতের

নির্বাচনী মরশুমে স্বস্তিতে শান্তনু ঠাকুর, করা যাবে না কড়া পদক্ষেপ, নির্দেশ আদালতের

আগামী ১০ মে এই মামলার পরবর্তী শুনানি।

by Pallabi Sanyal
17 views

মহানগর ডেস্ক : মতুয়া ঠাকুরবাড়িতে অশান্তির ঘটনায় নাম জড়িয়েছিল সাংসদ প্রার্থী-কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। এই ঘটনার জল গড়ায় আদালত পর্যন্ত। সেই মামলায় এবার আদালতে স্বস্তি পেলেন বিজেপি নেতা। হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন, পুলিশ আপাতত তাঁদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। একই সঙ্গে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে শান্তনু ঠাকুরকে আগে পাঠানো পুলিশি নোটিশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। সেক্ষেত্রে হাইকোর্ট জানিয়ে দিয়েছে, শান্তনুকে নতুন করে নতুন করে নোটিশ পাঠাতে হবে এবং তা পাঠাবে হবে ৭২ ঘণ্টা আগে। শুধু তাই নয়, সে ক্ষেত্রে শান্তনুদের ভার্চুয়াল মাধ্যমে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারবে বলেই জানিয়েছে হাইকোর্ট।

মতুয়া ঠাকুরবাড়িতে অশান্তির মামলায় এফআইআর-এ নাম ছিল না শান্তনু ঠাকুরের বাবার।তাসত্ত্বেও পুলিশ তাঁকে ডেকে পাঠায়। অন্যদিকে, ঠাকুর পরিবারের অন্য সদস্য মমতা বালা ঠাকুরের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু, পুলিশ তাঁকে ডেকে পাঠায়নি। এই নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতির মতে, পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। পুলিশ যদি সমস্ত অভিযোগের ক্ষেত্রে সমান গুরুত্ব দিত তাহলে এত জটিলতা তৈরি হত না।

উল্লেখ্য,ঠাকুর বাড়ির মন্দিরের তালা ভাঙা, মারধর, শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। রাজ্যের তরফে কলকাতা হাইকোর্টকে জানানো হয়, মন্দিরের দরজা ভাঙার ছবি, ভিডিয়ো সব টিভি মিডিয়ায় সম্প্রচার করা হয়েছে। এমনকী সিআরপিএফ জওয়ানরাও ভাঙচুর করেছেন। এর পরে বিচারপতি প্রশ্ন করেন, পুলিশের কাছে সেই সমস্ত ছবি বা ভিডিয়ো কোন ভিডিয়ো বা স্টিল ছবি আছে কি না। তবে তা পুলিশের কাছে নেই জানতে পেরেই বিচারপতি প্রশ্ন তোলেন, কিসের ভিত্তিতে পুলিশ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এত শক্ত ধারা যুক্ত করেছে? পুলিশ কি অনুসন্ধান ছাড়াই এফআইআর করল? তাই নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। অন্যদিকে, শান্তনু গোষ্ঠীর হামলায় কতজন ভক্ত আহত হয়েছেন? কত দিন হাসপাতালে ভরতি ছিলেন তা জানতে চান বিচারপতি। তবে রাজ্যের কাছ থেকে যথাযথ উত্তর না মেলায় বিরক্তি প্রকাশ করেন বিচারপতি। আগামী ১০ মে এই মামলার পরবর্তী শুনানি।

 

 

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved