Home National কেন্দ্রে BJP-কেই চাইলেন মমতা, জানালেন পছন্দের প্রধানমন্ত্রীর নামও

কেন্দ্রে BJP-কেই চাইলেন মমতা, জানালেন পছন্দের প্রধানমন্ত্রীর নামও

by Shreya Maji
411 views

মহানগর ডেস্ক:  লোকসভার  প্রচাররের জন্য  ঘন ঘন বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রের একাধিক শীর্ষ নেতারা।  গত রবিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এসেছিলেন বঙ্গে। করে গিয়েছেন প্রচার। সিএএএ নিয়ে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ।  বিরোধীরা কিছু মন্তব্য করলে স্বাভাবিক ভাবেই বাংলার মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ শানিয়ে কটাক্ষ করতে দেখা যায়। কিন্তু রাজনাথ সিং তাঁকে নিশানা করলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে অন্য প্রতিক্রিয়া দিতে দেখা গেল।  কটাক্ষের বদলে রাজনাথ সিংকে “ভদ্রলোক” বলেই সম্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। শুধু কি তাই বাংলার মুখ্যমন্ত্রী এটাও বলেছেন, “রাজনাথ সিং বা নীতিন গড়করির মতো ভদ্রলোক দেশের প্রধানমন্ত্রী হলে কোনও আপত্তি ছিল না।” এর পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে। তবে কি বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন বিজেপিই  ক্ষমতায় আসুক?

গত রবিবার  প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বঙ্গে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে  নিশানা করেছিলেন সিএএ-র বিরোধিতা করার জন্য। বলেছিলেন,  “সিএএ আইন বন্ধ করার অধিকার কোনও রাজ্যের নেই ৷” আর তারপরেই মুখ্যমন্ত্রী  বুধবার দুপুরে বর্ধমান-দুর্গাপুর লোকসভার তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ ও বর্ধমান পুর্ব কেন্দ্রের দলীয় প্রার্থী ডা. শর্মিলা সরকারের সমর্থনে জনসভা করেন মমতা। সেখান থেকেই তিনি বলেন, “পেপারে দেখলাম,  কোই মাইকা লাল হ্যায় যো ক্যা রোকেগা’ – এ কথা বলেছেন রাজনাথ বাবু ৷ আমি তাঁকে প্রণাম জানিয়ে বলব, আমরা রুখব ।  সিএএ, এনআরসি হতে দেব না আমরা । সকাল-বিকেল  মোদীকে প্রণাম করে নিজেদের চেয়ার বাঁচান । আপনিও তো আজ দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন, কেউ মানা করেনি । নীতিন গড়করিও হতে পারতেন, কোনও আপত্তি ছিল না । যে ভদ্রলোক ভদ্রতা করবে ।”

তবে যদিও এটা প্রথম নয় এর আগেও বহুবার মমতার গলায় শোনা গিয়েছে, রাজনাথ সিং যদি  প্রধানমন্ত্রী হন তাহলে তাঁর কোনও আপত্তি নেই। এমনকি রাজনৈতিক মহলের সকলেই জানেন যতই রাজনাথ সিং বিজেপি নেতা হোক তাঁর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাল সম্পর্ক রয়েছে। এমনকি মমতাকে কখনও দেশের প্রতিরক্ষামন্ত্রীকে সেইভাবে আক্রমণ  শানাতে দেখা যায়নি।  উল্টে প্রশংসা করেছেন ।  বুধবারের মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই নানা কথা উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলের অনেকেই বলছেন মোদীর বিরোধীতা করলেও রাজনাথকে ভদ্রলোক করে তাঁকে প্রধানমন্ত্রীর আসনে দেখতে চেয়ে মমতা কি এটাই চাইছেন কেন্দ্রে বিজেপির হাতেই ক্ষমতা থাকুক।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved