মহানগর ডেস্ক: দিন দিন আরও বেশি প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে সেনা। গুরুত্ব দেওয়া হচ্ছে সেনা জওয়ানদের সুরক্ষার দিকে। মঙ্গলবার সেই সূত্রেই ভারতীয় সেনার হাতে ‘ফিউচার ইনফ্যান্ট্রি সোলজার সিস্টেম” তুলে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী। কিন্তু কি এই জিনিস? বিশেষজ্ঞদের মতে, ভারতীয় সেনায় যুদ্ধাস্ত্রের আধুনিকীকরণে এটি অত্যন্ত বড় পদক্ষেপ।
এফ-ইনসাস সেনাকে নিরাপদ রাখার এক নয়া পদ্ধতি। হাতের রাইফেল থেকে শুরু করে মাথার হেলমেট, অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এফ-ইনসাস পদ্ধতি আগামী দিনে ভারতীয় সেনার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠবে। সেনা সূত্রে, একটি একে ২০৩ অ্যাসল্ট রাইফেল, একটি ব্যালিস্টিক হেলমেট, একটি ব্যালিস্টিক গগলস, বুলেটপ্রুফ ভেস্ট, কনুই রক্ষার জন্য বিশেষ প্যাড রয়েছে এটির মধ্যে। হেলমেট ও ভেস্ট নাইন এমএম বন্দুকের গুলি এবং একে ৪৭-এর গুলি থেকে সেনাকে রক্ষা করবে। এছাড়াও অত্যাধুনিক যোগাযোগ পদ্ধতির ব্যবস্থা রয়েছে। যুদ্ধক্ষেত্রে জাওয়ানরা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে থাকবে একটি হ্যান্ডস ফ্রি। এমনকি সেনাদের হেলমেটে লাগানো থাকবে নাইট ভিশন ক্যামেরা। সবমিলিয়ে সেনাদের সুরক্ষিত রাখবে এফ-ইনসাস।
জানা গিয়েছে, দেশীয় পদ্ধতিতে সমস্ত সরঞ্জামগুলি তৈরী করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে, ২০০০ সালেই ‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ সেনার নিরাপত্তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছিল। অবশেষে নানা পরীক্ষা-নিরীক্ষার পর এফ-ইনসাসকে সেনাদের হাতে তুলে দিলেন রাজনাথ সিং।