Home Bengal রবিবার পাহাড়ে শাহ, দার্জিলিং, মালদহ এবং মুর্শিদাবাদে সভা করবেন রাজনাথ

রবিবার পাহাড়ে শাহ, দার্জিলিং, মালদহ এবং মুর্শিদাবাদে সভা করবেন রাজনাথ

by Mahanagar Desk
36 views

মহানগর ডেস্ক : বরিবার আবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে বালুরঘাটে তিনি সভা করে গিয়েছেন। এ বার দার্জিলিং লোকসভা কেন্দ্রে অমিত শাহ সভা করবেন। ওই দিনই অর্থাৎ রবিবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে সভা করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দার্জিলিঙের পাশাপাশি মুর্শিদাবাদ, মালদহেও সভা করবেন তিনি।

দার্জিলিং লোকসভা আসনে ২০১৯ সালে রাজু বিস্তা বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন। এ বারও এই কেন্দ্রে তাঁকেই প্রার্থী করেছে বিজেপি। জেতা আসন ধরে রাখতে সেখানে দফায় দফায় সভা করছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। এ বার পাহাড়ে সভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দ্বিতীয় দফায়, ২৬ এপ্রিল সেখানে ভোট রয়েছে। রবিবার সেখানে সভা করবেন রাজনাথও। তবে মঞ্চ আলাদা। লোকসভা ভোট উপলক্ষে এই প্রথম রাজ্যে আসছেন রাজনাথ সিং।

দার্জিলিঙে সভার পর মালদহ উত্তর আসনে সভা করবেন রাজনাথ। সেখানে গত লোকসভা নির্বাচনে জিতেছিলেন খগেন মুর্মু। এ বারও তাঁকেই প্রার্থী করেছে বিজেপি। রবিবার মুর্শিদাবাদেও সভা করবেন রাজনাথ। সেখানে গত বছর তৃণমূল প্রার্থী আবু তাহের খানের কাছে হেরেছিলেন বিজেপি প্রার্থী হুমায়ুন কবির। তৃতীয় স্থানে ছিলেন তিনি। এ বার সেই আবু তাহেরের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে গৌরীশঙ্কর ঘোষকে। অন্য দিকে, সিপিএমের প্রার্থী সেখানে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মনে করা হচ্ছে, মুর্শিদাবাদের হিন্দু ভোটব্যাঙ্ককেই পাখির চোখ করতে চাইছে বিজেপি। সে কারণে গত বারের হারা আসনে এ বার জনসভা করতে আসছেন রাজনাথ।

মুর্শিদাবাদের পাশাপাশি মালদহ দক্ষিণও  রাজনাথের নজরে রয়েছে। সেখানকার বিজেপি কর্মীরাও যোগ দেবেন রাজনাথের সভায়। গত লোকসভা ভোটে ওই আসনে কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরীর কাছে খুবই কম ভোটে হেরেছিলেন বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। এ বারও তাঁকেই প্রার্থী করেছে বিজেপি। মালদহ উত্তর এবং দক্ষিণ, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে তৃতীয় দফায়, ৭ মে।

লোকসভা ভোট ঘোষণার পর রাজ্যে তিন দিন এসে সভা করেছেন প্রধানমন্ত্রী মোদী। গত মঙ্গলবার রায়গঞ্জ এবং বালুরঘাটে সভা করেছেন তিনি। এ বার উত্তরে সভা তাঁর ডেপুটি শাহ এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved