Home Bengal ১২ নম্বর ওয়ার্ডের শ্মশান পরিণত হয়েছে ভুতুড়ে এলাকায় ! বিপাকে শ্মশানযাত্রীরা

১২ নম্বর ওয়ার্ডের শ্মশান পরিণত হয়েছে ভুতুড়ে এলাকায় ! বিপাকে শ্মশানযাত্রীরা

by Shreya Maji
45 views

মহানগর ডেস্ক: আলোয় ঝলমলে শিল্প শহরে পুরসভার নজরদারির অভাবে শ্মশান যেন প্রকৃত অর্থে নিয়েছে ভুতুড়ে রূপ। বেহাল দশা দুর্গাপুর ১২ নম্বর ওয়ার্ডের আমরাই এলাকার শ্মশানের। স্থানীয়দের অভিযোগ, দুর্গাপুর পুরসভার নজরদারির অভাবে নব নির্মিত কংক্রিটের শ্মশানঘাট ঝোপঝাড় ও জঙ্গলে ঢেকেছে। তাঁরা পুরসভার উপর একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন।

শুধু তাই নয়,শ্মশান যাত্রীদের তরফে আরও অভিযোগ উঠেছে, নেই কোনও জলের ব্যবস্থা পাঁচিল ঘেরা ওই শ্মশান ঘাটে। কোনও প্রতীক্ষালয় তৈরি করা হয়নি ওই নবনির্মিত শ্মশানে। পোশাক পরিবর্তন করার নেই কোনও ঘর। ভরে গিয়েছে নোংরা আবর্জনায়। ফলে বিস্তর সমস্যার মুখোমুখি হচ্ছেন মৃতদেহ সৎকার করতে আসা শ্মশানযাত্রীরা। পাশাপাশি শ্মশানযাত্রীদের আরও অভিযোগ, ওই শ্মশান পরিণত হয়েছে সাপখোপের আঁতুড়ঘরে। বিদ্যুতের ব্যবস্থা রয়েছে, রয়েছে আলোও। কিন্তু শ্মশান চত্বর বড়বড় গাছগাছালিতে আলো আঁধারে পরিণত হয়েছে। শ্মশান যাত্রীরা শবদেহ দাহ করতে গিয়ে ভুগছেন আতঙ্কে। এলাকাবাসীসহ শ্মশান যাত্রীদের দাবি,পুরসভাকে ওই শ্মশানের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।পাশাপাশি,অবিলম্বে পানীয় জল থেকে ভিন্ন কাজের প্রয়োজনীয় জলের ব্যবস্থা করতে হবে।

এই প্রসঙ্গে,দুর্গাপুর পুরসভার পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, ‘অবিলম্বে সমস্যা সমাধান করতে হবে। প্রথমে রাস্তা হয়ে যাওয়ার পরে জলের ও আলোর ব্যবস্থা করব। মানুষের দাবি থাকবে। আমরা মানুষের টাকা দিয়েই কাজ করি। আর মানুষের জন্যই করি।’

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved