Home Bengal নতুন উপাচার্য নিয়োগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দায়িত্বে গণিতের অধ্যাপক

নতুন উপাচার্য নিয়োগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দায়িত্বে গণিতের অধ্যাপক

by Admin
1 views

মহানগর ডেস্কঃ সম্প্রতি পড়ুয়া মৃত্যুকে কেন্দ্র করে উষ্ণতা ছড়িয়েছে গোটা রাজ্যে। ঘটনায় তোলপাড় সাড়া দেশ।সরব হয়েছে অ্যান্টি র‌্যাগিং কমিউনিটি। আর এসবের মধ্যেই নয়া উপাচার্য নিয়োগ হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বুদ্ধদেব সাউ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি গণিতের শিক্ষক।রাজভবন শনিবার রাতে নয়া উপাচার্য নিয়োগের কথা ঘোষণা করল।

রাজ্যপাল সিভি আনন্দ বোস যাদবপুরের ঘটনায় এর আগেই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তিনি রাজভবনে একদফা বৈঠকও করেন আধিকারিকদের সঙ্গে নিয়ে। সেই সময়ে দিন কয়েক আগেই রাজ্যপাল জানিয়েছিলেন, “শীঘ্রই উপাচার্য নিয়োগ করা হবে।বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে, সিদ্ধান্ত গ্রহণ করা হবে খুব তাড়াতাড়ি।”সেই মতোই গৃহীত হল সিদ্ধান্ত।আপাতত অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হল বুদ্ধদেববাবুকে,এমনটাই জানানো হয়েছে রাজভবনের তরফে।

প্রসঙ্গত,প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে এখনও পর্যন্ত সবমিলিয়ে ১২ জন গ্রেফতার হয়েছে।পুলিশের তরফে জানানো হয়েছে, যদি কোনও প্রথম বর্ষের পড়ুয়াকে বাড়িতে ফোন করতে হত সেক্ষেত্রে প্রয়োজন ছিল সিনিয়রদের অনুমতি।শুধু তাই নয়,শৌচালয় পরিষ্কার থেকে শুরু করে সিনিয়রদের খাবার এনে দেওয়া পর্যন্ত সমস্ত কাজ করতে হতো জুনিয়রদের।যদিও মৃত ওই পড়ুয়াকে এই ধরনের কোনও পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল কিনা তা স্পষ্ট করে জানাননি তদন্তকারীরা।

উল্লেখ্য, পুরো ঘটনার সত্য সামনে আনার জন্য তৎপরতা দেখিয়ে চলেছেন পুরো পুলিশ প্রশাসন।পাশাপাশি,কমিশনারকে মন্তব্য করতে শোনা গিয়েছিল,”সত্য উদঘাটনের জন্য যাবতীয় চেষ্টা করছে পুলিশ।”এবার রহস্যের জট ছাড়াতে আসরে নামলেন স্বয়ং কমিশনার। জানা গিয়েছে, তিনি সৌরভ চৌধুরী সহ বেশ কয়েকজন অভিযুক্তকে নিজেই জিজ্ঞাসাবাদ করেছেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved