Home World Son Duped Money:বাবার লক্ষ লক্ষ হাতাতে মৃত মায়ের গলা নকল করে ফোন ছেলের!

Son Duped Money:বাবার লক্ষ লক্ষ হাতাতে মৃত মায়ের গলা নকল করে ফোন ছেলের!

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক:  মারা গিয়েছেন মাস কয়েক আগে। মৃত মায়ের গলা নকল করে বাবাকে ফোন । আর মৃত মায়ের গলা নকল করে বাবার জমানো সব টাকাই আত্মসাৎ করল গুণধর ছেলে। প্রতারণার অপরাধে ছেলেকে শেষপর্যন্ত গ্রেফতার করেছে ব্রিটেনের পুলিশ। ব্রিটেনের সংবাদপত্র দ্য মেট্রো জানিয়েছে বেয়াল্লিশ বছরের ড্যানিয়েল কাথবার্ট ২০১৭ সাল থেকে চোদ্দ মাসেরও বেশি সময় ধরে তাঁর বাবার অ্যাকাউন্ট থেকে ছাপ্পান্ন হাজার পাউন্ড, ভারতীয় মুদ্রায় যা ষাট লাখ টাকারও বেশি, সেই টাকা বাবার অ্যাকাউন্ট থেকে আত্মসাৎ করে।

বাবার জমানো টাকা-সহ বিপুল অঙ্কের টাকা নিজের ব্যাঙ্কে সরিয়ে নেয় সে। দ্য মেট্রো জানিয়েছে অন্তত ন বার সে মাস কয়েক আগে মৃত মায়ের গলা নকল করে টাকা নিজের অ্যাকাউন্টে সরায়। আদালতে শুনানি চলাকালীন জানা যায় মৃত মা সেজে কাথবার্ট আটবার বাবার অ্যাকাউন্ট থেকে ন হাজার পাউন্ড নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে।

পুলিশ তদন্ত করে জানতে পারে কাথবার্ট তার বাবার নামেও মোটা অঙ্কের ঋণ নিয়েছিল। কিন্তু বিপুল ঋণ মেটাতে না পারায় শেষ পর্যন্ত তার বাড়িটি চলে যায়। স্কাই নিউজ জানিয়েছে আদালতে পুলিশ একটি অডিও ফুটেজ পেশ করে, যাতে তার মৃত মায়ের গলা নকল করে লয়েড ব্যাঙ্ককে ধোঁকা দিয়ে মোটা টাকা হাতিয়ে নেয় কাথবার্ট।

এমনকী দ্রুত টাকা দেওয়ার ব্যাপারে লয়েড ব্যাঙ্কের নিরাপত্তা সংক্রান্ত একাধিক প্রশ্নের জবাবও সে ঠিকঠাক দেয়। সেই অডিওটিও পেশ করে পুলিশ। কাথবার্টের বাবা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে সন্দেহজনক লেনদেনের হদিশ পান। এ নিয়ে ছেলের সঙ্গে তাঁর তুমুল ঝামেলা হয়। কাথবার্ট অবশ্য ছেলে কোনও ভুল করেনি বলে বিশ্বাস করেছিলেন। কিন্তু ২০১৮ সালে প্রচুর টাকা বাকি থাকায় কাথবার্টের বাবাকে বিল্ডিং সোসাইটি জানানোর পর সমস্ত বিষয়টি সামনে আসে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved