Home Bengal এই প্রকল্পে আবেদন করলে বেকাররা পাবেন লক্ষ লক্ষ টাকা

এই প্রকল্পে আবেদন করলে বেকাররা পাবেন লক্ষ লক্ষ টাকা

by Ritika Chakraborty
27 views

মহানগর ডেস্ক:  রাজ্য সরকার বেকারদের জন্য নতুন প্রকল্প চালু করেছে। কর্মহীনদের স্বনির্ভর হতে একাধিক সাহায্য করার কথা বলা হয়েছে সেই প্রকল্পে৷ আজ এই প্রতিবেদনের মাধ্যমে এই প্রকল্প সম্পর্কেই আলোচনা করা হবে।কোনও ব্যক্তি যদি নতুন দোকান খুলতে চায়, বা অন্য কোনও ব্যবসা করতে চায়, তাহলে তাঁকে ২৫ হাজার টাকা ভর্তুকি সহ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় বেকার যুবক-যুবতীদের৷ যার ১০ শতাংশের গ্যারান্টার হয় রাজ্য।এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে।

রাজ্যের এই ‘ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম’ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতোই রয়েছে বেকার যুবক-যুবতীদের জন্য। বেকারদের জন্য সর্বোচ্চ ৫ লক্ষ টাকা ঋণ দেয় রাজ্য সরকার এই প্রকল্পের আওতায়।ঋণ পেতে হলেই বা কী কী শর্ত প্রযোজ্য হবে৷তাতে কী কী সুবিধা পাওয়া যায়? রইল তার পূর্ণাঙ্গ বিবরণ৷

বেকার যুবক-যুবতীরা ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম’ ব্যাঙ্ক থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা ঋণ পান।রাজ্য সরকার সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেয় এই প্রকল্পের জন্য।শুধু তাই নয়, ঋণের ১০ শতাংশ গ্যারান্টিও দেয় রাজ্য। বাকি ৮৫ শতাংশের গ্যারান্টার হয় Trust Fund for MSES। প্রয়োজন হয় না কোনও ব্যক্তিগত গ্যারেন্টারের। কিন্তু, এই ঋণের জন্য কোনও বয়সসীমা রয়েছে? সবাই কি পারে অ্যাপ্লাই করতে?

যে কোনও ভারতীয় ব্যক্তি, যিনি পশ্চিমবঙ্গে গত ১০ বছর ধরে বসবাস করছেন, যাঁর বয়স ১৮-৫৫ বছরের মধ্যে, তিনিই এই প্রকল্পের জন্য কর্মসাথী প্রকল্পের অন্তর্ভূক্ত এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন।যে কোনও ছোট ব্যবসা,যেমন: মাছ, দোকান,শাড়ি, পোলট্রি বা দুগ্ধ শিল্পের মতো ক্ষুদ্র ব্যবসা শুরুর ক্ষেত্রে আবেদন জানানো যাবে এই প্রকল্পের আওতায়। তবে প্রকল্পটি ২ বছরের মধ্যে শুরু করতে হবে।যাঁদের আগে থেকেই ব্যবসা রয়েছে, তাঁরাও ব্যবসা বাড়ানোর জন্য এই ঋণ পাবেন৷ কিন্তু, একেবারেই কারা আবেদন করতে পারবেন না এই ঋণের জন্য?

যে কোনও ব্যক্তি যিনি রাজ্য বা কেন্দ্রীয় সরকারি বা আধা সরকারি জায়গায় কাজ করেছেন, বা করছেন, তিনি এই ঋণের জন্য আবেদন জানাতে পারবেন না৷ যিনি আগে কোনও ব্যাঙ্কের ঋণের খেলাপী তিনিও নন৷ তাছাড়া, এই প্রকল্পের জন্য একটি পরিবারের কেবলমাত্র একজন ব্যক্তিই আবেদন করতে পারেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved