Home World ফেসবুক আলাপে পাকিস্তানে পাড়ি, বন্ধুকে বিয়ের জন্য ইসলাম ধর্মগ্রহণ, গোপণে দেশে ফিরলেন অঞ্জু

ফেসবুক আলাপে পাকিস্তানে পাড়ি, বন্ধুকে বিয়ের জন্য ইসলাম ধর্মগ্রহণ, গোপণে দেশে ফিরলেন অঞ্জু

by Mahanagar Desk
20 views

মহানগর ডেস্ক: অঞ্জু, রাজস্থানের সেই ভাইরাল মহিলা। যিনি এই বছরের শুরুতে তাঁর ফেসবুক বন্ধুর সঙ্গে দেখা করতে পাকিস্তানে গিয়েছিলেন। অবশেষে তাঁকে বিয়ে করে অনেকদিন তিনি পাকিস্তানে বন্দী ছিলেন, অবশেষে ভারতে ফিরেছেন তিনি। জানা গিয়েছে, গতকাল গভীর রাতে তিনি আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন।

তবে তিনি এখনও রাজস্থানে নিজের শহরে পৌঁছতে পারেননি। তবে তিনি কেন দেশে ফিরেছেন, তা জানতে চাওয়া হলে মুখ ঢেকে মুখোশ দিয়ে দ্রুত হাঁটতে শুরু করেন এবং বলেন, “আমি খুশি। আমার আর কিছু বলার নেই।” রাজস্থানের ভিওয়াদির বাসিন্দা, অঞ্জু প্রথমে অরবিন্দকে বিয়ে করেছিলেন, তাঁদের একটি ১৫ বছরের ছেলেও রয়েছে এবং একটি চার বছরের মেয়ে রয়েছে। এরপর ২০১৯ সালে, তিনি ফেসবুকে নাসরুল্লাহর সঙ্গে দেখা করেন এবং দুজন প্রেমে পড়েন। জুন মাসে, তিনি তাঁর পরিবারকে না জানিয়ে নারুল্লার সঙ্গে দেখা করতে পাকিস্তান চলে যান। অঞ্জুর স্বামী অরবিন্দ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে, তিনি জয়পুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। পরে পরিবার জানতে পারে সে পাকিস্তানে রয়েছে। এরপর অঞ্জু পাকিস্তানে নাসরুল্লাহকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম পরিবর্তন করে ফাতিমা রাখেন। বিয়ের পরপরই তার মানসিক স্বাস্থ্যের অবনতির খবর প্রকাশিত হয়েছিল। তিনি তাঁর নিখোঁজ সন্তানদের সঙ্গে দেখা করতে কিছুক্ষণের জন্য বাড়িতে আসতে চেয়েছিলেন।

অঞ্জু তার স্বামী নাসরুল্লাহর সঙ্গে ভারতে ফিরে আসার বিষয়ে আলোচনা করেছিল কিন্তু তার ভিসা সংক্রান্ত সমস্যার কারণে ভ্রমণ করতে পারেনি। এর আগে, তাঁর অক্টোবরে দেশে ফিরে আসার কথা থাকলেও ভিসা পাননি। এদিকে, অরবিন্দ অঞ্জুর বিরুদ্ধে ভিওয়াদি থানায় প্রতারণা এবং খুনের অভিযোগে একাধিক মামলা দায়ের করেছেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় তাঁকে পুলিশের মুখোমুখি হতে হবে এও দাবি ছিল। তবে অরবিন্দ এখন তাঁর দুই সন্তানকে নিয়ে কোথায় থাকেন তা জানা যায়নি।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved