Home Breaking News অবসর নিচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, যোগ দেবেন রাজনীতিতে, কোন দলে? তুঙ্গে চর্চা

অবসর নিচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, যোগ দেবেন রাজনীতিতে, কোন দলে? তুঙ্গে চর্চা

by Shreya Maji
43 views

মহানগর ডেস্ক: লোকসভা নির্বাচন আর তার আগে চমক থাকবে না তা বললে কি হয়। রবিবার দুপুরে সকলে ছুটির মেজাযে বাড়িতে সময় কাটাচ্ছেন ঠিক সেই সময়েই বড় চমক দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবসর নিচ্ছেন তিনি, আচমকাই এই  ঘোষণা করেছেন নিয়োগ দুর্নীতি মামলায় সব থেকে বেশ চর্চায় থাকা এই বিচারপতি। চমকের এখানেই শেষ নয়, তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন বলেই জানা গিয়েছে।

 বিচারপতি জানিয়েছেন তিনি আগামী মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন। শীর্ষ আদালতের প্রধান বিচারপতির কাছেও তিনি তাঁর এই সিদ্ধান্তের কথা জানাবেন। রাজনীতিতে যোগ দেবেন কিনা সেই বিষয়ও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। বলেছেন, ”রাজনীতিতে যোগ দেব কি না, তা সময়ই বলবে। তবে ক্ষমতাসীন দলের নানা মামলায় আমার রায় পছন্দ না হলেই যেভাবে আমার বিরুদ্ধে আক্রমণ হয়েছে, আমাকে বলা হয়েছে, ময়দানে নামতে। তা ভেবেই আমি ময়দানে নামতে চাই। দেখা যাক।” লোকসভায়  প্রার্থী হবেন কিনা সেই  প্রশ্ন করা হলে বিচারপতি জানিয়েছেন, ”সেটা আমার উপর নির্ভর করে না।”   অবসর ঘোষণা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন,  “আমার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো বটেই। আমি খুব শীঘ্র পদত্যাগ করতে চলেছি বিচারপতির পদ থেকে। মঙ্গলবার ইস্তফা দেব। এই সিদ্ধান্তের বিশদ কারণ পরে বলব। আজ শুধু এটুকু বলব যে, আদালতে আমি যে কাজটা করি, সেই কাজের সময়টা আমার অন্তর বলছে যে শেষ হয়েছে। এখন হয়ত আমাকে বৃহত্তর ক্ষেত্রে যেতে হবে, মানুষের মধ্যে। আমি একটা বৃহত্তর ক্ষেত্রে পদার্পণ করতে চাই। কারণ আদালতে তাঁরাই আসেন, যাঁরা মামলা করতে চান। তার বাইরে বহু মানুষ পড়ে থাকেন। আমার মনে হয়েছে বিচারব্যবস্থায়, আদালত নামের যে প্রতিষ্ঠান, যেখানে  ৬ বছর বিচারপতি হিসেবে কাজ করলাম, সেখানে আমার কাজ শেষ হয়েছে। এখানে আর নতুন করে কিছু করার নেই।”

উল্লেখ্য, কুণাল ঘোষ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছিলেন লড়াই করতে হলে রাজনীতির ময়দানে নামতে। সেই চ্যালেঞ্জের কথাও এদিন না করেই শোনা যায় বিচারপতির গলায়। তিনি যে শাসক দলের সেই চ্যালেঞ্জ গ্রহণ  করেছেন তা একেবারেই স্পষ্ট করে দিয়েছেন তিনি। বিচারপতির কথায় দেশে যা ঘটছে তাতে রাজনীতির ময়দানে নামা দরকার বলেই মনে করেন তিনি।  সূত্রের খবর আগামী ৭ মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর তিনি আসন্ন লোকসভা নির্বাচনে লড়াইও করতে পারেন।  সূত্রের খবর তিনি পূর্ব মেদিনীপুরের একটি আসন থেকে বিজেপির টিকিটে লড়াই করতে পারেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved