Home National আলিপুরে রঙের কারখানায় ভয়াবহ আগুন, উদ্ধার এক পুলিশকর্মী সহ ১১ জনের দগ্ধ দেহ

আলিপুরে রঙের কারখানায় ভয়াবহ আগুন, উদ্ধার এক পুলিশকর্মী সহ ১১ জনের দগ্ধ দেহ

by Shreya Maji
55 views

মহানগর ডেস্ক:  মর্মান্তিক,  বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির আলিপুরের একটি বাজার এলাকায় আগুন লেগে  প্রায় ১১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে রয়েছে একজন পুলিশকর্মীর দেহ। জানা গিয়েছে এটি একটি রঙের   কারখানায় বিস্ফোরণ হয়। তারপরেই আগুন দুটি গোডাউন এবং একটি নেশামুক্ত কেন্দ্রকে গ্রাস করে। দমকল কর্মকর্তারা জানিয়েছেন।

দমকোল কর্মকর্তারা জানিয়েছেন, আলিপুরের দয়ালপুর মার্কেটের কারখানায়  ১১ জনের দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে । অগ্নিকাণ্ডে একজন পুলিশসহ আহত চারজন চিকিৎসাধীন এবং আরও দুজন আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।  এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার বিকাল  ৫.২৫  মিনিটে দমকল বিভাগকে এই ঘটনার বিষয়ে জানানো হয়েছিল।  দমকলের ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে  ৪ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।  আগুন লাগার আগে কারখানায় একটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল এবং কর্মকর্তারা সন্দেহ করছেন সেখানে মজুত রাসায়নিকের কারণে বিস্ফোরণ ঘটেছে। আগুন নেভানোর পরেই ১১ জনের দেহ উদ্ধার করা হয়েছে।

দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, “আগুন পাশের একটি বাড়ি ও একটি নাশা মুক্তি কেন্দ্রে ছড়িয়ে পড়ে। সেখানে একটি বিস্ফোরণ ঘটে যার কারণে ভবনটি ধসে পড়ে, এতে ১১ জন শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। মৃতদেহগুলো সম্পূর্ণ পুড়ে  গিয়েছে, তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে ।”   অন্যদিকে, দিল্লি  দমকল বিভাগের এক কর্তা জানিয়েছেন, “হতাহতদের অধিকাংশকেই বাবু জগজীবন রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চারজন আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে রাজা হরিশচন্দ্র হাসপাতালে। মৃত ব্যক্তিদের সকলকে এখনও শনাক্ত করা যায়নি।” অতুল গর্গ জানিয়েছেন, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি এবং নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved