Home National ৩ নয়, ৪ ডিসেম্বর ঘোষিত হবে মিজোরামের ভোটের ফলাফল

৩ নয়, ৪ ডিসেম্বর ঘোষিত হবে মিজোরামের ভোটের ফলাফল

by Mahanagar Desk
24 views

মহানগর ডেস্ক: বড় খবর। গতকালই শেষ হয়েছে দেশের ৫ রাজ্যের ভোট। যার ফলাফল ঘোষণার কথা আগামী ৩ তারিখ। কিন্তু শোনা যাচ্ছে, মধ্যপ্রদেশ, রাজস্থান ও তেলঙ্গানার সঙ্গে মিজোরামের (Mizoram) ভোটের ফল প্রকাশিত হবে না। মিজোরামের ভোটের ফল (Vote result) প্রকাশের দিন বদল হল। সেটি ৩ ডিসেম্বরের বদলে ৪ ডিসেম্বর হয়েছে।

অর্থাৎ মিজোরামের ভোট গণনা হবে ৪ ডিসেম্বর। আজ নতুন বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন।ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, রাজস্থান ও তেলঙ্গানার সঙ্গে মিজোরামের একসঙ্গে ভোটের দিন ঘোষিত হয়েছিল এবং ৫ রাজ্যের ভোটের ফলাফল একই দিনে প্রকাশিত হবে সেটাও জানিয়েছিল নির্বাচন কমিশন। বুধবারই তেলঙ্গানা নির্বাচনের পর ৫ রাজ্যের নির্বাচন সম্পূর্ণ হয়েছে। এর একদিন পরেই শুক্রবার মিজোরামের ভোট গণনার আলাদা দিন ধার্য করল নির্বাচন কমিশন।

তবে এর কারণ হিসেবে নির্বাচন সংস্থা বিজ্ঞপ্তিতে বলেছে যে, “বিভিন্ন মহল থেকে বেশ কয়েকটি প্রতিনিধিত্ব” অনুরোধ করেছে যে, বিধানসভা নির্বাচনের ফলাফলের তারিখ পরিবর্তন করা হোক। তাই ৩ ডিসেম্বর, রবিবার, মিজোরামের জনগণের জন্য বিশেষ তাৎপর্য, কিন্তু মিজোরামের বিধানসভা নির্বাচনের গণনার তারিখ ৩ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত সংশোধন করার হয়েছে।” ৭ নভেম্বর মিজোরামে একক-পর্যায়ে ভোট হয়েছে এবং ৮০ শতাংশেরও বেশি ভোটার ভোট পড়েছে।

 

You may also like