Home National সামনে এল পুঞ্চে বিমান বাহিনীর কনভয়ে হামলাকারী জঙ্গিদের নাম ও ছবি

সামনে এল পুঞ্চে বিমান বাহিনীর কনভয়ে হামলাকারী জঙ্গিদের নাম ও ছবি

যে ঘটনায়  ভারতীয় বায়ুসেনার এক জওয়ান  নিহত, এবং ৪  জন আহত হয়েছিলেন।

by Shreya Maji
66 views

মহানগর ডেস্ক:  গত শনিবার পুঞ্চ জেলায় বিমান বাহিনীর একটি কনভয়ে হামলা চালিয়েছিল জঙ্গিরা। যে ঘটনায়  ভারতীয় বায়ুসেনার এক জওয়ান  নিহত, এবং ৪  জন আহত হয়েছিলেন। তারপর থেকেই এই  হামলার নেপথ্যে থাকা জঙ্গির খোঁজ চলছিল। তাকে ধরিয়ে দিতে পারলে পুরষ্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছিল। সেই অপরাধীর নাম এবং চেহারা প্রকাশ্যে এসেছে।

সিসিটিভি ফুটেজ থেকে গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় বিমান বাহিনীর একটি কনভয়ে হামলার সঙ্গে জড়িত তিন  জঙ্গির ছবি সামনে এসেছে। ওই ঘটনায় কর্পোরাল ভিকি পাহাদে নিহত হয়েছিলেন  এবং তার চার সহকর্মী আহত হয়েছিলেন । জানা গিয়েছে, তিন জঙ্গিই  উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যাসল্ট রাইফেল, মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি M4 এবং রাশিয়ার তৈরি AK-47 ব্যবহার করেছে । যেটি ছিল বছরের প্রথম বড় হামলা । জম্মু-কাশ্মীর  পুলিশের একটি স্কেচ অনুসারে, হামজাকে  ৩০-৩২বছর বয়সী মাঝারি গড়নের এবং ফর্সা চেহারার একজন পুরুষ হিসাবে বর্ণনা করা হয়েছে।  তাকে শেষবার বাদামী শাল এবং একটি কমলা ব্যাগ সহ একটি পাঠানি স্যুট পরতে দেখা  গিয়েছে। তাঁকে যদি কেউ ধরিয়ে দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরষ্কার দেওয়া হবে বলেও জানানো হয়েছিল।

Terrorists Who Attacked Air Force Convoy In J&K's Poonch Named, Pics Released

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহে পুঞ্চ এবং রাজৌরি এলাকায় অসংখ্য সন্ত্রাসী হামলার পর  ৪  আইএএফ কনভয়ের ওপর হামলা চালানো হয়। হামলার মধ্যে  জৌরির শাদরা শরিফ এলাকায়  একটি মসজিদের বাইরে ৪০ বছর বয়সী একজন সরকারি কর্মচারীকে গুলি করে খুন করা হয়। ওই ব্যক্তিকে মোহাম্মদ রাজাক নামে চিহ্নিত করা হয়েছে যিনি  সমাজকল্যাণ বিভাগে কাজ করতেন । একজন সিনিয়র অফিসার জানিয়েছেন তার ভাই, টেরিটোরিয়াল আর্মির একজন সৈনিক, আক্রমণের সময় তার সাথে ছিলেন। সন্ত্রাসীরা তাকে অপহরণ করার চেষ্টা করেছিল কিন্তু সে অক্ষত অবস্থায় পালাতে সক্ষম হয়েছিল। নিরাপত্তা কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে অভিযুক্তের   কোড-নাম আবু হামজা যে ওই হামলার পেছনে ছিল।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved