Home National “অসুস্থ” তিনশো কর্মী, ৭০টি উড়ান বাতিল এয়ার ইন্ডিয়ার!

“অসুস্থ” তিনশো কর্মী, ৭০টি উড়ান বাতিল এয়ার ইন্ডিয়ার!

by Mahanagar Desk
147 views

মহানগর ডেস্ক : এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৭০টি উড়ান বাতিল। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দেশের অন্যতম বিমান পরিবহণ সংস্থার এই অব্যবস্থা যাত্রীদের চরম সমস্যায় ফেলেছে। হঠাৎ করে আনুমানিক ৩০০ জন সিনিয়র কেবিন ক্রু সংস্থাকে জানিয়ে দেন তাঁরা অসুস্থ। এই খবর কর্তৃপক্ষকে জানিয়েই তাঁরা তাঁদের মোবাইল বন্ধ করে দেন। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ম্যানেজমেন্ট ওই সিনিয়র কেবিন ক্রু-দের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করলে তা বিফলে যায়।

তবে কেন এমন পরিস্থিতির সৃষ্টি হল? টাটা গোষ্ঠীর সংস্থাটিতে চাকরির নতুন যে শর্ত দেওয়া হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

অভিযোগ, কর্তৃপক্ষ কর্মীদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করছে। তাই এই গণ অসুস্থতা বলে মনে করছে কর্মীদের একাংশ।
তবে হঠাৎ করে ৭০টি উড়ান বাতিল হওয়ায় যাত্রীরা চরম সমস্যায় পড়েছেন। নির্দিষ্ট সময় বিমান না পেয়ে বহু যাত্রীর সমস্যা হয়েছে। যাত্রীদের বিকল্প ব্যবস্থা করার কথা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ঘোষণা করলেও যাত্রীদের একটা বড় অংশ পুরো টিকিটের দাম ফেরত চাইছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved