Home National জম্মু-কাশ্মীরে জঙ্গিদের অতর্কিতে হামলায় শহিদ ৫ জওয়ান, আহত ২, কিভাবে হামলা চালাল…

জম্মু-কাশ্মীরে জঙ্গিদের অতর্কিতে হামলায় শহিদ ৫ জওয়ান, আহত ২, কিভাবে হামলা চালাল…

by Shreya Maji
13 views

মহানগর ডেস্ক:  বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় জঙ্গিরা সেনাবাহিনীর দুটি গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। তাতেই ৫ জন সেনা শহিদ হয়েছেন এবং ২ জন  আহত হয়। এই তথ্য দেওয়া হয়েছে।   লক্ষ্মীবারে বিকাল ৩:৪৫ মিনিটের দিকে ধেরা কি গালি এবং বুফলিয়াজের মধ্যবর্তী ধাতিয়ার মোড়ে এই হামলা  চালানো হয়।

 সূত্রের খবর পুঞ্চ জেলার ধ্যায়ার মোড়কে জঙ্গিরা আক্রমণ করার জন্য বেছে নিয়েছিল কারণ ঐ জায়গাটি একটি অন্ধকার বাঁকের মত  এবং এবড়োখেবড়ো রাস্তার কারণে এই স্থানে সেনা গাড়ির গতি কমে গিয়েছিল। সন্ত্রাসীরা ধেরা কি গালি এবং বুফলিয়াজের মধ্যবর্তী ধতিয়ার মোড়ে একটি পাহাড়ের উপরে অবস্থান করেছিল, যেখান থেকে তারা  সেনাবাহিনী দুটি গাড়িকে লক্ষ্য করে ভারি গুলি বর্ষণ করে। একটি ট্রাক এবং একটি মারুতি জিপসি অ্যাম্বুশ করা হয়েছিল। কিছু বুঝে ওঠার আগেই অতর্কিতে হামলা চালানো হয়।

নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালায়, কিন্তু সন্ত্রাসবাদীরা সেই স্থান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় । আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট (PAFF) যারা পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবার (এলইটি) একটি শাখা, অতর্কিত হামলার দায় স্বীকার করেছে। হামলাকারীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

You may also like