Home National গভীর রাতে রেললাইন ওড়াল মাওবাদীরা, বন্ধ হাওড়া-মুম্বাই রুটে ট্রেন চলাচল

গভীর রাতে রেললাইন ওড়াল মাওবাদীরা, বন্ধ হাওড়া-মুম্বাই রুটে ট্রেন চলাচল

by Shreya Maji
18 views

মহানগর ডেস্ক: দেশে ফের সক্রিয় হয়েছে মাওবাদীরা। নাশকতামূলক হামলা চালিয়ে আতঙ্ক বৃদ্ধি করছে। নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) সংগঠনের সদস্যরা ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় রেলপথের একটি অংশ উড়িয়ে দিয়েছে। তাতেই ব্যহত হয়েছে হাওড়া-মুম্বাই রুটে ট্রেন পরিষেবা। শুক্রবার পুলিশ এই তথ্য জানিয়েছে।

পশ্চিম সিংভূমের পুলিশ সুপার আশুতোষ সেখর জানিয়েছেন, রাজ্যের রাজধানী রাঁচি থেকে প্রায়  ১৫০ কিলোমিটার দূরে গোইলকেরা এবং পোসোইটা রেলওয়ে স্টেশনের মধ্যে বৃহস্পতিবার এবং শুক্রবার মধ্যবর্তী রাতে ঘটনাটি ঘটেছে।তিনি বলেন, মাওবাদীরা এলাকায় ব্যানার এবং পোস্টারও লাগিয়েছে। আশুতোষ সেখর আরও বলেছেন, “স্থানীয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে রেলপথের মেরামতের কাজ শুরু করা হয়েছে এবং খুব শীঘ্রই ট্রেন পরিষেবা আবার শুরু হবে।” তবে যাই হোক মাওবাদীদের এই রেললাইন উড়িয়ে দেওয়ার ঘটনায় স্বাভাবিক ভাবেই রেলকর্তৃপক্ষের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।

এই প্রসঙ্গে উল্লেখ্য,  নিষিদ্ধ সংগঠনটি ১৬  ডিসেম্বর থেকে ‘বিক্ষোভ সপ্তাহ’ পালন করছে এবং শুক্রবার ভারত বন্ধের ডাক দিয়েছে। ঘটনার তদন্ত করা হবে বলেই পুলিশ জানিয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved