Home National ১০০ বছরের বেশি সময়ের ইতিহাসে প্রথম, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় পেল মহিলা উপাচার্য

১০০ বছরের বেশি সময়ের ইতিহাসে প্রথম, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় পেল মহিলা উপাচার্য

by Shreya Maji
37 views

মহানগর ডেস্ক:  নারী শক্তির জয়। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (AMU) উপাচার্য হিসেবে নিযুক্ত করা হয়েছে নাইমা খাতুনকে। ১০০ বছরের  বেশি সময় পর কোনও প্রথম কোনও মহিলা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (AMU) উপাচার্য  হিসাবে দায়িত্ব নিয়েছেন।

সোমবার কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে অনুমোদন পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় (MoE) নাইমা খাতুনকে  নিয়োগ করেছে।  তারা বলেছে মডেল কোড অফ কন্ডাক্ট থাকার কারণে ভারতের নির্বাচন কমিশনের থেকেও অনুমতি চাওয়া হয়েছিল। একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, “নাইমা খাতুন, মহিলা কলেজের অধ্যক্ষ, পাঁচ বছরের জন্য আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের-এর উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন। ইসিআই বলেছে যে এএমইউ ভিসির নিয়োগ সংক্রান্ত প্রস্তাবে এমসিসি কোণ থেকে কমিশনের কোনো আপত্তি নেই। শর্ত সাপেক্ষে যে এটি থেকে কোন রাজনৈতিক সুবিধা পাওয়া যাবে না।”

চিনে নিন কে এই নাইমা খাতুন, তাঁর পরিচয় কি… 

নাইমা খাতুন  যিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (AMU)  থেকে মনোবিজ্ঞানে  তাঁর পিএইচডি সম্পন্ন করেছেন। ২০০৬  সালে অধ্যাপক   হওয়ার আগে  ১৯৮৮ সালে একই বিভাগে লেকচারার হিসাবে নিযুক্ত হন। ২০১৪ সালে মহিলা কলেজের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হওয়ার আগে তিনি সেখানেই  কাজ চালিয়ে যান।

 ১৮৭৫  সালে প্রতিষ্ঠিত, মহামেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ  ১৯২০ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় আইন প্রণয়নের পর AMU হয়ে ওঠে।  ২০২০ সালের সেপ্টেম্বরে, AMU একটি বিশ্ববিদ্যালয় হিসাবে  ১০০ বছর পূর্ণ করেছে, যা ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়টিতে নাইমা খাতুনের আগে  পর্যন্ত কোনো  মহিলা উপাচার্য  ছিল না।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved