Home National কংগ্রেসের জয়ের পিছনে বড় অবদান, ইনিই হতে চলেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী

কংগ্রেসের জয়ের পিছনে বড় অবদান, ইনিই হতে চলেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী

by Shreya Maji
44 views

মহানগর ডেস্ক: সদ্য সমাপ্ত হওয়া ৪ রাজ্যের মধ্যে মাত্র একটি রাজ্যে ক্ষমতা দখল করতে পেরেছে কংগ্রেস।  তবে যাই হোক কেসিআর-এর দল বিআরএস দলকে ক্ষমতাচ্যুত করেছে কংগ্রেস। এই জয়ের পর থেকেই চর্চা শুরু হয়েছিল কে হবেন তেলাঙ্গার মুখ্যমন্ত্রী। সেই তথ্যই মিলল সূত্র মারফত। প্রকাশ্যে এল  অনুমুলা রেভান্থ রেড্ডি (Anumula Revanth Reddy) র নাম ।

অনুমুলা রেভান্থ রেড্ডি (Anumula Revanth Reddy) তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হতে পারে বলে সূত্রে খবর মিলেছে। রেভান্থ রেড্ডি তেলেঙ্গানা  কংগ্রেসের প্রধান যিনি ৩০ নভেম্বরের বিধানসভা নির্বাচনে দলকে বিশাল জয়ে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব পেয়েছেন। এই সাফল্য এনে দেওয়ার পুরস্কার হিসাবে তিনি রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন৷  সূত্র জানিয়েছে,  দলের প্রধান মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে কংগ্রেস কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী  এই খবর নিশ্চিত করেছেন। রাহুল গান্ধী, কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে এবং জাতীয় সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল সহ অন্যান্যদের মধ্যে একটি বৈঠকের সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সিদ্ধান্ত ঘোষণার আগে হায়দরাবাদে কংগ্রেস আইনসভা দলের একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত ৫৪ বছর বয়সী  অনুমুলা রেভান্থ রেড্ডি  যিনি কংগ্রেসের বিজয়ী প্রচারের মুখ ছিলেন, শীর্ষ পদে তাঁর যাত্রায় দলের মধ্যে থেকে কঠোর প্রতিরোধের সম্মুখীন হয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠান, যা গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে তা বিরোধিতার কারণে বাতিল করা হয়েছিল। এই বিরোধীদের মধ্যে রয়েছেন রাজ্যের প্রাক্তন কংগ্রেস প্রধান এন উত্তম কুমার রেড্ডি, প্রাক্তন সিএলপি নেতা ভাট্টি বিক্রমার্কা, প্রাক্তন মন্ত্রী কোমাতিরেড্ডি ভেঙ্কট রেড্ডি, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী দামোদর রাজনারসিমহা৷ তারা রেভান্থ রেড্ডির সরাসরি প্রার্থীতার বিরোধিতা করেছিল।

You may also like