Home National এই কারণে স্থগিত হল INDIA জোটের বৈঠক! পরবর্তী বৈঠক কবে?

এই কারণে স্থগিত হল INDIA জোটের বৈঠক! পরবর্তী বৈঠক কবে?

by Mahanagar Desk
13 views

মহানগর ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অখিলেশ যাদব,নীতীশ কুমার জানিয়েছেন তাঁরা আগামীকাল বুধবার দিল্লিতে কংগ্রেসের ডাকা INDIA জোটের বৈঠকে হাজির থাকতে পারবেন না।  জোটের অন্যতম শরিক এই দুই নেতা বুধবার দিল্লিতে কংগ্রেসের ডাকা বিরোধী INDIA জোটের বৈঠকে যাচ্ছেন না তা নিশ্চিত করে দিয়েছেন। আর তাঁদের অনুপস্থিতির কারণেই সম্ভবত স্থগিত হয়ে গেল বৈঠক। INDIA জোটের বৈঠক বুধবার দিল্লিতে হচ্ছে না। কবে হবে এই বৈঠক সেই প্রশ্ন এখন সব মহলে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তিন রাজ্যে কংগ্রেসের ভরাডুবির আবহে তড়িঘড়ি ৬ ডিসেম্বর দিল্লিতেই INDIA জোটের বৈঠক ডেকেছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছিল,ব্যর্থতা ভুলে চব্বিশের নির্বাচনে ফের কাঁধে কাঁধ মিলিয়ে নতুন করে লড়াইয়ে স্ট্র্যাটেজি ঠিক করতে এই বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু জোট শরিকদের মধ্যে সমীকরণে বদল এসেছে একদিনের মধ্যেই। তিন রাজ্যের নির্বাচনে ডাহা ফেলের জন্য কংগ্রেসের ‘দাদাগিরি’কে দুষেছে তৃণমূল। অন্যান্য বিরোধী আঞ্চলিক দলগুলি মুখে কুলুপ আঁটলেও,জোটের প্রস্তাব ফিরিয়ে কংগ্রেসের একা সর্বত্র লড়াই করার মনোভাবকেই দায়ী করছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছিল জোটের মধ্যে সমন্বয় নিয়ে।

উল্লেখ্য,সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে INDIA জোটের বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, “আমার কাছে এই বিষয়ে কোনও তথ্য নেই। আমাকে ফোনেও কিছু জানানো হয়নি। তাছাড়া আমি তো উত্তরবঙ্গ চলে যাচ্ছি। ৬ তারিখ সন্ধ্যায় হয়তো পৌঁছব। ওখানে কয়েকদিন থাকব। কিন্তু যদি জানতাম, তাহলে অন্যরকমভাবে প্রোগ্রাম সাজাতাম। এই মুহূর্তে আর কী করে কিছু বদল করব?” ফলে এই কথা স্পষ্টই হয়ে গিয়েছিল যে তৃণমূল বৈঠকে থাকবে না। তার পরেই নীতীশ কুমারও জানান তিনি যাবেন না। একের পর এক নেতার এই না বলাতেই প্রশ্ন উঠেছে জোটের ভবিষ্যৎ নিয়ে। নতুন করে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে ধাক্কা খেতে না নয় তাই এই বৈঠক স্থগিত করা হল। এমনটাই বলছে রাজনৈতিক মহল।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved