Home National Bharat Instead Of India: প্রাইম মিনিস্টার অব ভারত, প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফরের বিজ্ঞপ্তিতেও পরিবর্তন, ভোটের রাজনীতি দেখছে বিরোধীরা

Bharat Instead Of India: প্রাইম মিনিস্টার অব ভারত, প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফরের বিজ্ঞপ্তিতেও পরিবর্তন, ভোটের রাজনীতি দেখছে বিরোধীরা

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: ইন্ডিয়ার বদলে ভারত (Bharat Instead Of India)। জি-টুয়েন্টি সম্মেলনে বিদেশি রাষ্ট্রনেতাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণপত্রে ইন্ডিয়ার বদলে ভারত করার পর এবার ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে সরকারি বিজ্ঞপ্তিতেও ভারতের প্রধানমন্ত্রী লেখা হয়েছে।

যদিও এই বদল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা এ নিয়ে প্রতিবাদ-আপত্তি করার পাশাপাশি এই বদল নিয়ে শাসক দল বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। তাদের অভিযোগ, রাজনৈতিক ফয়দা লুটতেই বিজেপি ইন্ডিয়া থেকে ভারত নামে দেশের নতুন নাম দিয়েছে। কুড়িতম আসিয়ান-ইন্ডিয়া ও ইস্ট এশিয়া সম্মেলনে যোগ দিতে বুধবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছবেন মোদী। থাকবেন বৃহস্পতিবার পর্যন্ত।

বর্তমানে আসিয়ান সম্মেলন হচ্ছে ইন্দোনেশিয়া। প্রধানমন্ত্রীর সফর নিয়ে সরকারি বিজ্ঞপ্তিতে প্রাইম মিনিস্টার অব ইন্ডিয়া বরাবর লেখা হলেও এবার বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে প্রাইম মিনিস্টার অব ভারত। তবে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ও গ্রিস সফরেও প্রাইম মিনিস্টার অব ভারত নামকরণ করা হয়। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দেশের মানুষদের মনে যাতে ক্রীতদাস মানসিকতা এবং মনস্তাত্ত্বিক সঙ্কট যাতে  প্রভাব না ফেলে, তার ওপর গুরুত্ব দিচ্ছে।

শাসক দল বিজেপির পরিকল্পনা মতো সংবিধান থেকে ইন্ডিয়াকে বাদ দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছ বলে জানা গিয়েছে। নির্ভরযোগ্য সূত্রের খবর, এ নিয়ে প্রস্তাবের প্রস্তুতি চলছে। সেপ্টেম্বরের আঠেরো থেকে বাইশ তারিখ পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশনে “ ইন্ডিয়া”শব্দটি বাদ দেওয়া নিয়ে বিল পেশ করা হতে পারে বলে সূত্রের খবর।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved