Home National গাড়ি আনা হবে আকাশপথে! মার্সিডিজ ই-ক্লাস, জিএলএস, অডির ব্যবস্থা জি-২০ অতিথিদের জন্য 

গাড়ি আনা হবে আকাশপথে! মার্সিডিজ ই-ক্লাস, জিএলএস, অডির ব্যবস্থা জি-২০ অতিথিদের জন্য 

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক:  ভারত এবার জি-২০ সম্মেলনের(G-20 conference) সভাপতিত্ব করছে। জি-২০ সম্মেলনের আসর আর মাত্র  দু’দিনের মাথাতেই বসতে চলেছে। এবারের সব বৈঠক হবে ভারতেই। জি-২০ সম্মেলনের মূল বৈঠক হবে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে। কেন্দ্রীয় সরকার এই সম্মেলনকে কোনও দিক থেকে পিছিয়ে রাখতে চান না। এত বড় বড় দেশ থেকে আসা খ্যাতনামা ব্যক্তিদের যেন কোনও অসুবিধা না হয় সেই দিকে নজর রাখতেই কোমর বেঁধে নেমে পড়েছে ভারত সরকার। অতিথিদেড় জন্য থাকছে বিশেষ গাড়ির ব্যবস্থা। জেনে নিন কোন কোন নজরকাড়া গাড়ি থাকছে অতিথিদের জন্য।

জি-২০ সম্মেলনে হাজির থাকবেন আমেরিকা,ফ্রান্সের মত দেশের হাই-প্রোফাইল মেইনটেইনকারি ব্যক্তিত্বরা। তাই কোনও অসুবিধা যাতে না হয় সেই কারণে তাদের যাতায়াতের জন্য  বিদেশ  নামি গাড়ির ব্যবস্থা করেছে রমোদী সরকার। কেন্দ্রীয় সরকার দিল্লিতে তাঁদে  যাতায়াতের জন্য বিদেশ বিএমডব্লু (BMW), বুগাটি, মার্সিডিজ,ল্যাম্বরগিনি, অডি-প্রায় সবকিছুই রয়েছে। সুত্রের খবর নেপাল থেকে ২৫টি টয়োটা কমিউটার ভ্যান আমদানি করেছে দিল্লির একটি গাড়ি ভাড়া দেওয়া সংস্থা ।দুবাই থেকে বুগাটি, ল্যাম্বরগিনির মতো দামি গাড়িগুলি আনানো হচ্ছে।

গাড়িগুলি আনা হবে আকাশপথে। বেন্টলি,বুগাটি,ভোক্সওয়াগন ,বিএমডব্লু ৫ সিরিজ, পোর্সে, ল্য়াম্বরগিনি,মার্সিডিজ ই-ক্লাস, ও জিএলএস,অডি সবকিছুই রয়েছে গাড়ির তালিকায়। ৭০ লক্ষ টাকা থেকে শুরু করে ২ কোটিরও বেশি এই গাড়িগুলির দাম। ১৫০০ গাড়ি নেপাল থেকে আমদানি করা হয়েছে ।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved