Home National Pregnant Tribal Woman: অ্যাম্বুলেন্স যাতায়াতের রাস্তা নেই, “ডোলি” করে নিয়ে যাওয়া হল প্রসব যন্ত্রণায় ছটফট করা আদিবাসী মহিলাকে!

Pregnant Tribal Woman: অ্যাম্বুলেন্স যাতায়াতের রাস্তা নেই, “ডোলি” করে নিয়ে যাওয়া হল প্রসব যন্ত্রণায় ছটফট করা আদিবাসী মহিলাকে!

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক: প্রধানমন্ত্রী যখন প্রযুক্তিশাসিত আধুনিক ভারতের স্বপ্ন ফেরি করে চলেছেন, চাঁদে পাঠানো হচ্ছে চন্দ্রযান, ঠিক তখনই তেলঙ্গনার একটি ঘটনা আমাদের একরকম লজ্জার মুখোমুখি দাঁড় করিয়ে দিল। গাড়ি বা অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারে, সে রাজ্যের একটি গ্রামে তা না থাকায় প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকা এক আদিবাসী মহিলাকে ডোলিতে চাপিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেন পরিবারের লোকজনেরা।

ডোলি হচ্ছে চটজলদি বানানো স্ট্রেচার,যা কাপড় দিয়ে বানানো হয়ে থাকে। ভদ্রাদ্রি কোঠাগুডেন জেলার ওই মহিলার প্রসব যন্ত্রণা হওয়ায় ডোলিতে চাপিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কুড়ি কিলোমিটার নিয়ে যান তাঁরা। কুড়ি কিলোমিটার রাস্তায় মাঝেমাঝে কাঁধে করেও নিয়ে যাওয়া হয়। সন্তান প্রসব করার পর তাঁকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় সরকারি হাসপাতালে। সেখানে সন্তান প্রসব করেন ওই মহিলা।

হাসপাতাল জানায় মা ও সদ্যোজাত সন্তান-দুজনেই ভালো আছে। শীঘ্রই তাদের হাসপাতাল থেকে ছাড়া হবে। শুধু বিআরএস শাসিত তেলঙ্গনার গ্রামই নয়। ভারতের অনেক গ্রামেই অ্যাম্বুলেন্স চলাচলের যোগ্য রাস্তা নেই। এর আগে এ ধরণের ঘটনার অনেক খবর পাওয়া গিয়েছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলিতে যাতায়াতের উপযুক্ত রাস্তা নেই। এ কারণে তেলঙ্গনার প্রত্যন্ত গ্রামের মতো ঘটনা ঘটা কোনওভাবেই অস্বাভাবিক নয়।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved