HomeNationalপ্রবল তুষারপাত! বন্ধ রাস্তা, দুর্ভোগ হিমাচলে

প্রবল তুষারপাত! বন্ধ রাস্তা, দুর্ভোগ হিমাচলে

- Advertisement -

মহানগর ডেস্ক : প্রবল তুষারপাতে অবরুদ্ধ হিমাচল প্রদেশ। বিগত তিন দিন ধরে চলছে অবিরাম বর্ষণ ও তুষারপাত। সেই সঙ্গে এবার ভূমিধসের কারণে সোমবার পাঁচটি জাতীয় মহাসড়ক সহ ৬৫০ টিরও বেশি রাস্তা যানবাহন চলাচলের জন্য বন্ধ বলে খবর রাজ্য জরুরি অপারেশন সেন্টার সূত্রে।

লাহৌল এবং স্পিতি জেলার স্পিতি উপত্যকায় আটকে পড়া ৮১ জন পর্যটককে রবিবার রাতে সেখানকার বিভিন্ন হোটেল এবং হোমস্টেতে স্থানান্তরিত করা হয়েছে, পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, এই উপজাতীয় জেলায় প্রায় ২৯০টি রাস্তা অবরুদ্ধ এবং বেশ কয়েকটি এলাকা গত দুই দিন ধরে বিদ্যুৎবিহীন রয়েছে।

দুর্যোগের জেরে জোবরাং, রাপি, জসরথ, তারান্দ এবং থারোটের পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের সতর্ক থাকার এবং জরুরী পরিস্থিতিতে নিকটস্থ পুলিশ পোস্টে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।এদিকে রাজ্যজুড়ে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।

Most Popular