মহানগর ডেস্ক : তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, “রাজ্যে একক শক্তিতেই তৃণমূল ২০২৪ এর লোকসভা ভোটে লড়বে।” তারপর হাওয়ায় ভাসছে তৃণমূল কংগ্রেসকে বাংলায় ৫ থেকে ৭টি আসন দিতে পাবে। তবে প্রবীন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের মতে, “মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আবার আসন নিয়ে কিছু স্পষ্ট করে না বলছেন ততক্ষণ কংগ্রেস বসে থাকতে গেলে সময় নষ্ট হবে। এদিকে জয়রাম রমেশ বলছেন, ” বাংলায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা হবে।”
অন্যদিকে সিপিএম কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে সহমত হলেও এখনও সঠিক অর্থে এই বিষয়টি নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কথা হয়নি।
এদিকে ভোটের দিন ঘোষণা মার্চের মাঝামঝি হওয়ার সম্ভাবনা। বিজেপি ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। এই পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেস ৪২টি আসনের সম্ভাব্য প্রার্থীর নামের একটি তালিকা প্রকাশ করতে চলেছে কংগ্রেস।
রবিবার দলের নির্বাচন কমিটির বৈঠক হয়েছে। তারপর সেই তালিকা পাঠানো হয়েছে দিল্লিতে, এআইসিসি-র অনুমোদনের জন্য। অনুমোদিত হলেই প্রদেশ কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশ করবে।
প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আসন্ন ২০২৪-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা থেকে এখনও পর্যন্ত যা যানা যাচ্ছে তাতে বহরমপুরে অধীররঞ্জন চৌধুরী, দার্জিলিংয়ে শংকর মালাকার, পুরুলিয়ায় নেপাল মাহাতো, তমলুকে লক্ষ্মণ শেঠ, বালুরঘাটে সৌরভ প্রসাদ, যাদবপুরে সৌম্য আইচ রায়, মালদহ দক্ষিণে ইশা খান চৌধুরী, উত্তর কলকাতায় রণজিৎ মুখোপাধ্যায়,
দক্ষিণ কলকাতায় আশুতোষ চট্টোপাধ্যায় প্রার্থী হচ্ছেন।
তবে কংগ্রেস চাইছে ডায়মন্ড হারবারের আসনটি কংগ্রেস আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকির জন্য ছাড়তে প্রস্তুত।