Home National ১০৮ বছরে প্রয়াত জৈন সাধু আচার্য বিদ্যাসাগর মহারাজ, “অপূরণীয় ক্ষতি বললেন মোদী

১০৮ বছরে প্রয়াত জৈন সাধু আচার্য বিদ্যাসাগর মহারাজ, “অপূরণীয় ক্ষতি বললেন মোদী

by Shreya Maji
36 views

মহানগর ডেস্ক:  প্রয়াত হয়েছেন জৈন সাধু আচার্য বিদ্যাসাগর মহারাজ। প্রখ্যাত জৈন সাধক রবিবার ছত্তিশগড়ের রাজনন্দগাঁও জেলার ডোঙ্গারগড়ের চন্দ্রগিরি তীর্থে ‘সালেখনা’ গ্রহণের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  মৃত্যুর সময় তাঁর বয়স  হয়েছিল ১০৮ বছর।  জৈন সাধু আচার্য বিদ্যাসাগর মহারাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে ,’সালেখনা’ হল একটি জৈন ধর্মীয় রীতি যা আধ্যাত্মিক শুদ্ধির জন্য স্বেচ্ছায় মৃত্যু পর্যন্ত উপবাসের সাথে  সম্পর্কিত।  তীর্থের । বিবৃতিতে বলা হয়েছে, আচার্য বিদ্যাসাগর মহারাজ  রাত ২.৩৫ মিনিটে চন্দ্রগিরি তীর্থে ‘সালেখনার’ মাধ্যমে সমাধি লাভ করেন। বিবৃতিতে আরও বলা হয়েছে,  “মহারাজ গত ছয় মাস ধরে ডোঙ্গারগড়ে তীর্থে অবস্থান করছিলেন এবং গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। গত তিন দিন ধরে তিনি সালেখনা পালন করছিলেন, স্বেচ্ছায় আমৃত্যু উপবাস করার একটি ধর্মীয় রীতি, এবং তিনি খাবার গ্রহণ ও ত্যাগ করেছিলেন।   জৈন ধর্ম অনুসারে, এটি আধ্যাত্মিক শুদ্ধির জন্য নেওয়া একটি ব্রত।” আজ রবিবার রবিবার দুপুর ১টায় প্রয়াত  জৈন সাধুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য একটি শোভাযাত্রা বের করা হবে এবং চন্দ্রগিরি তীর্থে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

 জৈন সাধু আচার্য বিদ্যাসাগর মহারাজের মৃত্যুর পর  শোক বার্তায়, প্রধানমন্ত্রী মোদী বলেছেন তাঁর  মৃত্যু দেশের জন্য একটি “অপূরণীয় ক্ষতি”। নমো শোকপ্রকাশ করে লিখেছেন, ” “মানুষের মধ্যে আধ্যাত্মিক জাগরণের জন্য তাঁর মূল্যবান প্রচেষ্টা সর্বদা স্মরণ করা হবে। গত বছর ছত্তিশগড়ের চন্দ্রগিরি জৈন মন্দিরে তাঁর সাথে আমার সাক্ষাৎ আমার জন্য অবিস্মরণীয় হবে।” এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল,  ২০২৩ সালে ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি জনপ্রিয় তীর্থস্থান ডোঙ্গারগড়ে গিয়েছিলেন এবং  ৫ নভেম্বর আচার্য বিদ্যাসাগর মহারাজের  সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নিয়েছিলেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved