Home National হাসপাতালে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে গিয়ে লিঙ্কে ক্লিক, মুহূর্তে গায়েব লক্ষ টাকা!

হাসপাতালে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে গিয়ে লিঙ্কে ক্লিক, মুহূর্তে গায়েব লক্ষ টাকা!

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক: হাসপাতালে ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে গিয়ে রেজিস্ট্রেশন ফি দিতে লিংকে ক্লিক করতেই বেমালুম গায়েব ৯৯,৯৯৯ টাকা! (Man Defrauded By Clicking Link)। নয়া কায়দার সাইবার প্রতারণার শিকার হলেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি। গত জুন মাসে হাসপাতালে দেব সাগর নামে ওই ব্যক্তি হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে বুক করতে যান। আর তখনই তিনি প্রতারণার ফাঁদে পড়েন তিনি। লিংকে ক্লিক করতেই ওই টাকা গায়েব হয়ে যায় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। তবে অভিযোগ পাওয়ার পর গাজিয়াবাদ থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম রাজ গুপ্ত। সে গাজিয়াবাদের লোনির বাসিন্দা। প্রতারিত জানিয়েছেন হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় তিনি ইন্টারনেটে একটি নম্বর দেখতে পান। ওই ফোন নম্বরে ফোন করার পর ওপার থেকে একজন তাঁকে দশটাকা রেজিস্ট্রেশন ফি বাবদ একটি অ্যাকাউন্টে পাঠাতে বলে। প্রতারিত টাকাটি পাঠান। এরপর প্রতারক তাঁকে হোয়াটস অ্যাপে আরেকটি লিঙ্ক পাঠিয়ে সেটি ক্লিক করতে বলে। তারপরই তিনি টের পান তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯৯,৯৯৯ টাকা তুলে নেওয়া হয়েছে।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই টাকা গুপ্ত নামে একজন ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকেছে। টাকা আত্মসাতের পর ওই নথিভুক্ত মোবাইল নম্বরটি ডিঅ্যাকটিভেট করে দেওয়া হয়। এরপর তল্লাশি চালিয়ে গাজিয়াবাদের লোনিতে অভিযুক্তের লোকেশনের খোঁজ পায় পুলিশ। এরপর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তবে এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রায় প্রতিদিনই এমন আর্থিক কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসছে। অচেনা লিঙ্ক বা অ্যাপে ক্লিক করে লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন বহু মানুয। প্রতিবারই নতুন নতুন কায়দায় প্রতারণা করা হচ্ছে। এ ব্যাপারে সাইবার পুলিশ সবাইকে এ ধরণের প্রতারণায় সতর্ক করে চলেছে। হাসপাতালে বুক করতে কোনও ব্যক্তির পাঠানো লিঙ্কে ক্লিক না করাই বুদ্ধিমানের কাজ। বিশেষ করে যে নম্বর রয়েছে,সেটি অচেনা, সেই লিঙ্ক বা অ্যাপে ক্লিক করলেই প্রতারকদের খপ্পরে পড়তে হবে। যখনই হাসপাতাল, বেড়ানো, সিনেমার টিকিট বুক করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। কোনও অবস্থাতেই হোয়াটস অ্যাপে অচেনা কারো লিঙ্কে ক্লিক না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। ক্লিক করার আগে প্রকৃত ইউআরএল ডেস্টিনেশন ভালো করে যাচাই করে নিতে হবে। প্রতারকরা হাইপার লিঙ্কের আড়ালে ভুয়ো লিঙ্ক লুকিয়ে রাখে। অনেকসময় সন্দেহজনক লিঙ্ক দেখে মনে হতে পারে সেটি সত্যিকারের কোনও সংস্থা বা প্রতিষ্ঠানের। এ বিষয়েও সতর্ক হওয়া জরুরি।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved