Home National রেলব্রিজ ভেঙে বিপত্তি মিজোরামে, দুর্ঘটনায় মৃত অন্তত ১৭

রেলব্রিজ ভেঙে বিপত্তি মিজোরামে, দুর্ঘটনায় মৃত অন্তত ১৭

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: উত্তরপূর্ব ভারতে রেললাইন সম্প্রসারণের কাজে এবার বিপত্তি। আজ সকালে ভেঙে পড়ল মিজোরামে নির্মীয়মাণ রেল ব্রিজ। দুর্ঘটনায় অন্তত ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, মিজোরামের সাইরাঙে দুর্ঘটনাটি ঘটেছে। আইজল থেকে খুব কাছেই অবস্থিত সাইরাং। উল্লেখ্য, মিজোরামের রাজধানী আইজলকে রেলপথের সঙ্গে যুক্ত করতে বহুদিন ধরে কাজ চলছে। সেই প্রকল্পের অধীনেই চলছিল এই সাইরাঙের এই রেল সেতু নির্মাণের কাজ।

জানা গিয়েছে যে, বুধবার সকাল ১০টা নাগাদ হঠাৎ করেই হুড়মুড় করে ভেঙে পড়ে ওই রেলের ব্রিজটি। ওই সময় ৩৫-৪০ জন শ্রমিক ঘটনাস্থলে ছিলেন। রেল ব্রিজ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপূর্বের রাজ্যের দুর্ঘটনায় মালদার বাসিন্দা বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: পুরুষত্বের প্রমাণ দিতে হয়েছিল স্বপ্নদ্বীপকে, অভিযুক্তদের জেরায় প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য 

প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গিয়েছে যে, ব্রিজের উপরের অংশ মাটিতে ধ্বংসস্তূপের মতো পড়ে আছে। ধুলোর কুয়াশায় ভরে গিয়েছে চারিদিক। ব্রিজ তৈরির কাজের সঙ্গে যুক্ত ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়। ঘটনার সময় দুর্ঘটনাস্থলে ৩৫ থেকে ৪০ জন শ্রমিক ছিলেন বলে খবর। এখনো পর্যন্ত অনেকেরই খোঁজ মেলেনি। এখনও পর্যন্ত ১৭টি দেহ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা গিয়েছে। ভাঙা ব্রিজের নিচে তাঁরা আটকে আছেন বলেই মনে করা হচ্ছে।

যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মিজোরামের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে শোক প্রকাশ করেছেন। মৃত পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কোথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। মালদহ থেকে বেশ কয়েক জন মিজোরামে কাজ করতে গিয়েছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন সেই বিষয়ে জানার জন্য।

You may also like