Home Bengal ২০০ কোটি টাকার দুর্নীতি এবার সোনারপুরে, তদন্তে তৎপর ইডি

২০০ কোটি টাকার দুর্নীতি এবার সোনারপুরে, তদন্তে তৎপর ইডি

by Mahanagar Desk
1 views

নিজস্ব সংবাদদাতা: দুর্নীতি তদন্তে ফের সক্রিয় ইডি। এবার সোনারপুরে ২০০ কোটি টাকার দুর্নীতি মামলার তদন্তে পৌঁছে গেল ইডি। কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের লিপ্স অ্যান্ড বাউন্সের অফিসে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল অব্দি তল্লাশি চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা।

এরপর বুধবার সকালে সোনারপুর সংলগ্ন পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লীর বাসিন্দা বর্ণালী রায় নামে এক মহিলার বাড়িতে দুর্নীতি মামলার তদন্তের জন্য পৌঁছায় ইডি আধিকারিকরা। তার স্বামী সদ্য প্রয়াত অরুণ রায় ঝাড়খণ্ডের এই বেআইনি বালি খাদান দুর্নীতি মামলায় জড়িত ছিলেন, সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন: রেলব্রিজ ভেঙে বিপত্তি মিজোরামে, দুর্ঘটনায় মৃত অন্তত ১৭

প্রসঙ্গত, ঝাড়খণ্ডের বেআইনি বালি খাদান সংক্রান্ত তদন্তের জন্য রাজ্যের তিন জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল অব্দি সুজয় কৃষ্ণ ভদ্রের অফিসে ঢুকে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। সেখান থেকে উদ্ধার হয় ১ হাজার পাতার নথি, ডিজিটাল নথি, বেশ কয়েকটি লেজার বুক ও হার্ডডিস্ক।

সূত্র মারফত জানা গিয়েছে, তল্লাশির সময় সেখানে উপস্থিত ছিলেন লিপস অ্যান্ড বাউন্সের এক কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁকে নানা রকম জিজ্ঞাসাবাদ করা হয়। সিজ করা হয়েছে তাঁর ফোন। আপাতত ইডির স্ক্যানারে সেই ফোন। সেই ফোন থেকে কোন তথ্য মুছে ফেলা হয়েছে কিনা অথবা সেই ফোনে কি কোন নথি পাঠাতেন সুজয় কৃষ্ণ ভদ্র? পুরো বিষয়টি খতিয়ে দেখতে ফোনটিকে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। সাইবার বিশেষজ্ঞদের সাহায্যে হার্ডডিস্ক থেকে তথ্য উদ্ধার কার্য চালাচ্ছে ইডি আধিকারিকরা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved