Home Bengal ভোটারদের সশস্ত্র ভয় দেখানোর অভিযোগ বিএসএফের বিরুদ্ধে!

ভোটারদের সশস্ত্র ভয় দেখানোর অভিযোগ বিএসএফের বিরুদ্ধে!

মালতীপুর বিধানসভার সামসিতে জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেই বিএসএফকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার প্রসূণ বন্দ্যোপাধ্যায়।

by Pallabi Sanyal
11 views

মহানগর ডেস্ক : সীমান্তে গরু পাচার সহ গুলি চালানো নিয়ে একধিকবার বিএসএফকে বিভিন্ন সভা মঞ্চ থেকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার নেত্রীর পথে হেঁটেই বিএসএফের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র দিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুললেন খোদ প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন পুলিশ কর্তার অভিযোগ, ”একে ৪৭ দিয়ে ভোটারদের ভয় দেখানো শুরু হয়েছে। সেইসব অভিযোগ আমি জমা করেছি। আর তাই আমরা দাবি করছি, এক জেলাতে ৩ বছরের বেশি কর্মরত সমস্ত প্যারামিলিটারি ফোর্সকে বদলি করতে হবে ৪৮ ঘণ্টার মধ্যে। আদর্শ আচরণবিধির নিয়ম অনুযায়ী এই জেলাতে তিন বছর যাঁরা আছেন এবং সীমান্ত পাহারা দিচ্ছেন তাঁদের সবাইকে বদলি করতে হবে। কারণ নিরপেক্ষ নির্বাচন করতে দিচ্ছে না ওরা।”

মালতীপুর বিধানসভার সামসিতে জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেই বিএসএফকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার প্রসূণ বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী জনসভায় প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন,”আমি ওল্ড মালদার মাঠে বলেছিলাম একে ৪৭, এসএলআর দিয়ে ভয় দেখাবেন না। কিন্তু সেটাই হচ্ছে। বৈদ্যপুর, ঋষিপুর,সহ নানা জায়গায় এভাবেই ভয় দেখানো হচ্ছে। আজ আমি সবাইকে বলছি, থানায় যাবেন। অভিযোগ জমা দেবেন।”

উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা থেকে বলেছিলেন, ”কেন্দ্রীয় বাহিনী যদি আপনাদের ভয় দেখায় বা ভোট দিতে বাধা দেয় তাহলে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন।” আর প্রসূণ বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, ভয় কেউ পাবেন না। নির্বাচনের দিন আমি থাকব। এক প্রসূণ মরবে, আর হাজার প্রসূণের জন্ম হবে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved