BSF
যুদ্ধবিরতি চুক্তি তোয়াক্কা না করে গুলি পাকসেনার, পাল্টা জবাব বিএসএফ জওয়ানদের
মহানগর ডেস্ক; ফের অশান্ত ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত। যুদ্ধবিরতি অমান্য করেই গুলি চালানোর অভিযোগ উঠছে পাকিস্তানি সেনা্র বীরুদ্ধে । ভারতীয় সেনা সূত্রে খবর ,গতকাল অর্থাৎ বুধবার জম্মু-কাশ্মীরের ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমানায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কে লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তানি সীমান্ত রক্ষীর দল। এররেই পাল্টা জবাব দেয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ । প্রায় ২০ মিনিট ধরে চলে দুই দেশের মধ্যে গোলাগুলি।
বিএসএফ সূত্রে জানানো যায়, বুধবার জম্মু তহশিলের মাকওয়াল পোস্টের কাছে বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। রোজকার মতোই সীমান্ত পাহাড়া দিচ্ছিলেন তাঁরা। আচমকাই তাদের লক্ষ্য করে চলতে থাকে গুলিবর্ষন। সীমান্তের ওপার থেকে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা।
ঘটনার পরে চুপ থাকেনি ভারতীয় সীমান্তরক্ষীরাও । পাকিস্তানের যুদ্ধবিরতি অমান্য করে গুলি চালানোর পাল্টা আঘাত দেওয়া হয় ভারতের পক্ষ থেকেও। প্রায় ২০ মিনিট ধরে চলে এই গুলিযুদ্ধ। চলে। ভারতীয় সেনা রক্ষীর মধ্যে কেউ এই যুদ্ধে আহত হয়নি বলেই জানা যায়। দুই দেশের এই গুলিযুদ্ধের পরেই সতর্কতা বাড়ানো হয়েছে সীমান্তে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনাবাহিনী । বিশেষ সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোকে।
প্রসঙ্গত, এর আগে গত বছরের ৮-৯ নভেম্বরের রাতে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় রামগড় সেক্টরেও অতর্কিত গুলি চালানোর অভিযোগ ওঠে পাকিস্তানি সেনাদের বীরুদ্ধে। সেবার গুলির আঘাতে মৃত্যু হয় এক সীমান্ত রক্ষীর।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসেই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরেও একাধিক বার সেই চুক্তি লঙ্ঘন করতে দেখা যায় পাকিস্তানকে।
মহানগর ডেস্ক: জম্মু ও কাশ্মীরে জঙ্গি তৎপরতা বেড়েছে অনন্তনাগে অনুপ্রবেশের ঘটনার পর থেকেই। এবার উপত্যকার শোপিয়ানে সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে খতম এক জঙ্গি। কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ওই সন্ত্রাসবাদীর। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ অস্ত্র। অন্যদিকে সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ান রামগড় সেক্টরে পাক সেনার গোলাবর্ষণে আহত হয়েছেন।
এক বিবৃতিতে কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, “নিহত জঙ্গি মাইসের আহমদ দার রেসিসট্যান্ট ফ্রন্ট বা টিআরএফের সদস্য। এদিন শোপিয়ানের কাথোহালান এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর মেলে। এর পরই বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর অবধি সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী ওই এলাকা ঘিরে ফেলে অভিযান চালায়। তখনই গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক টিআরএফ জঙ্গির।”
অন্যদিকে, পাক সেনা সাম্বা জেলার রামগড় সেক্টরে বৃহস্পতিবার ভোরে সীমান্তবিধি লঙ্ঘন করে গোল বর্ষণ করে। তাতেই আহত হয়েছেন বিএসএফের এক জওয়ান। ভারতীয় সেনার দাবি, গত ২৪ ঘণ্টায় এই তিনবার সীামান্তবিধি লঙ্ঘন করে পাক গোলা বর্ষণের ঘটনা ঘটল। এদিকে জইশ জঙ্গি উমর আমিনের অনন্তনাগের একটি দোকান বাজেয়াপ্ত করেছে কাশ্মীর পুলিশ। উমর বর্তমানে জেল হেফাজতে রয়েছে। গত মে মাসে দীপক কুমার নামের এক সার্কাস কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ তার বিরুদ্ধে।
সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক নাগরিককে গ্রেফতার করল BSF
নয়াদিল্লি: ভারতের উপর আক্রমণ করার জন্য মুখিয়ে থাকে পাকিস্তান। সর্বদাই ভারতে সন্ত্রাসবাদ উস্কে দেওয়াতে মদত দেয় । সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করায়। এই কারণেই সীমান্তে কড়া পাহারা দেয় ভারতীয় সেনারা। তাতেই মিলেছে সাফল্য। বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) কর্মকর্তারা এক পাকিস্তানি নাগরিককে সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করার জন্য গ্রেফতার করেছে।
পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাদিন জেলার বাসিন্দা মেহবুব আলী (৩০) কে গ্রেফতার করা হয়েছে। বিএসএফ-এর মতে, “২৩শে সেপ্টেম্বর, একটি বিএসএফ টহল দেওয়া দল ভারত-পাকিস্তান সীমান্তের কাছে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। একটি দল অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে একজন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করে। তাকে সিন্ধুর বাদিন জেলার সিরানী এলাকার মেহবুব আলী (৩০), মোহাম্মদ ইউসুফের ছেলে বলে চিহ্নিত করা হয়েছে।”
ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। কি কারণে ভারতের প্রবেশের চেষ্টা করছিল ওই ব্যক্তি তা জিজ্ঞাসবাদ করা হবে বলে জানানো হয়েছে। কোনও উদ্দেশ্যে ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে।