Home National Gold price: সামান্য স্বস্তি দিয়ে কমল সোনার দাম, কলকাতায় কতটা বাড়ল রুপোর দর, জানুন 

Gold price: সামান্য স্বস্তি দিয়ে কমল সোনার দাম, কলকাতায় কতটা বাড়ল রুপোর দর, জানুন 

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: বিয়ের মরশুমে সস্তা ছিল সোনা-রুপোর দাম। কিন্তু সামনেই আসছে পুজোর মরশুম। আর এই সময়েই যদি ফের হুড়মুড়িয়ে বাড়তে থাকে হলুদ ধাতুর দাম, সেই নিয়েই বেশ চিন্তায় রয়েছে ক্রেতা-বিক্রেতা। তবে এবার সাধারণ মানুষের চিন্তা কমিয়ে কমল সোনার দাম। কিন্তু সোনার দামে স্বস্তি মিললেও রুপোর দর রীতিমতো আগে তুলনায় বেড়ে গিয়েছে। তাহলে দেরি না করে জেনে নিন, আজকের দিনে ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল।

আজকের দর (২৩ অগাস্ট, ২০২৩) বুধবার কোথায় পৌঁছল সোনার দাম? জানা গিয়েছে, কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম রয়েছে প্রতি গ্রাম ৫৮৪৬ টাকা। এছাড়াও ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে দাম পড়বে প্রতি ১ গ্রামে ৫৬৪৭ টাকা। পাশাপাশি ২২ ক্যারেটের সোনা বিক্রি করতে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৩২০ টাকা।

আরও পড়ুন: রেলব্রিজ ভেঙে বিপত্তি মিজোরামে, দুর্ঘটনায় মৃত অন্তত ১৭

অন্যদিকে, এদিন ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৬৫৩ টাকা। এছাড়াও রুপোর দাম এদিন প্রতি ১ কেজিতে দাড়িয়েছে ৭২,৮৩৩ টাকা। তবে এই দামের সঙ্গে সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।

প্রসঙ্গত, এর আগে ২১ অগস্ট কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৬২৫০ টাকা। গত ২০ অগস্ট কলকাতায় গয়নার হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৬২৫০ টাকা। ১৯ অগস্ট ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫৬২০০ টাকা। এছাড়াও ১৫ অগস্ট কলকাতায় গয়নার হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৬৭০০ টাকা।

 

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved