Home National ভোটের আবহে ফের মণিপুরে হামলা, বিস্ফরণে মৃত দুই CRPF জাওয়ান, আহত আরও ২

ভোটের আবহে ফের মণিপুরে হামলা, বিস্ফরণে মৃত দুই CRPF জাওয়ান, আহত আরও ২

by Shreya Maji
33 views

মহানগর ডেস্ক:  মণিপুরের উত্তাপ কিছুতেই কমছে না।  লোকসভা নির্বাচনের আবহে মণিপুরের বিষ্ণুপুর জেলায় আজ ভোরে সন্দেহভাজন কিছুজনের  হামলায় দুই CRPF  জওয়ান নিহত এবং দুইজন আহত হয়েছেন।

সূত্রের খবর সন্দেহভাজন কুকি বিদ্রোহীদের একটি দল নারানসিনা গ্রামের একটি পাহাড় থেকে উপত্যকা অঞ্চলের দিকে গুলি চালায়, একটি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর পোস্ট লক্ষ্য করে। তাতেই দুর্ঘটনা ঘটে। সেই গুলিতে সেনা ফাঁড়ির মধ্যে একটি বোমার বিস্ফোরণ ঘটলে   চারজন কর্মী গুরুতর আহত হয়। দ্রুত চিকিৎসা করা সত্ত্বেও, দুই নিরাপত্তা কর্মীর মৃত্যু হয় এবং  দু’জন বর্তমানে চিকিৎসাধীন। শীর্ষ পুলিশ সূত্র জানিয়েছে যে মণিপুর সঙ্কট শুরু হওয়ার  এক বছর পূর্ণ হওয়ার ছয় দিন আগে এই হামলা হয়েছে এবং পাহাড়ে লুকিয়ে থাকা জঙ্গিরা আগামী দিনে আক্রমণ বাড়াতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, যে দুজন মারা  গিয়েছেন তাঁরা নারানসিনায় নিযুক্ত সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) 128 ব্যাটালিয়নের সদস্য এবং তাঁদের সিআরপিএফ সাব-ইন্সপেক্টর এন সরকার এবং হেড কনস্টেবল অরূপ সাইনি হিসাবে চিহ্নিত করা হয়েছে। আহতদের ইন্সপেক্টর যাদব দাস ও কনস্টেবল আফতাব দাস নামে চিহ্নিত করা হয়েছে। হামলাকারীরা মধ্যরাত থেকে আনুমানিক ২.১৫   পর্যন্ত   হামলা চালায় বলে জানা  গিয়েছে।  এও জানানো হয়েছে যে, ভারতীয় রিজার্ভ ব্যাটালিয়ন (আইআরবি) ক্যাম্পে এই হামলা হয়েছিল যেখানে সিআরপিএফ কর্মীরা রাজ্যে ভোটের দায়িত্ব পালনের পরে অবস্থান করেছিল।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved