Home Bengal তিন দিনে আরো বাড়বে তাপমাত্রা! বৃষ্টি সহায় উত্তরবঙ্গের

তিন দিনে আরো বাড়বে তাপমাত্রা! বৃষ্টি সহায় উত্তরবঙ্গের

এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে রাজ্যের জেলাগুলিতে।

by Pallabi Sanyal
27 views

মহানগর ডেস্ক : আরো বাড়বে তাপমাত্রা! দক্ষিণবঙ্গের জন্য অশনি সংকেত। একেই বইছে লু। বাড়ছে অস্বস্তিজনতি কষ্ট। তার ওপর নেই ছিঁটেফোটা বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর,আগামী তিন দিনে আরও বাড়বে তাপমাত্রার পারদ। এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে রাজ্যের জেলাগুলিতে।আবহবিদদের কথায়, তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। এর আগে ১৯৮০ সালের রেকর্ড তাপমাত্রা প্রত্যক্ষ করেছিল কলকাতা। সেই বছর এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াসে। ফের একবার কি সেই পরিস্থিতি তৈরি হবে? এমনই প্রশ্ন ভাবাচ্ছে সকলকে।

হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমের জেলাগুলিতে লু বইতে পারে। উপকূল ও সংলগ্ন জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া এই সাত জেলাতে। কলকাতা সহ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দুপুরে লু বইতে পারে। বাকি সময় গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে।

দক্ষিণবঙ্গের ভাগ্যে বৃষ্টি না থাকলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে পূর্বাভাস। তবে,দার্জিলিং ও কালিম্পঙে বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে তাপপ্রবাহের প্রভাব পড়তে পারে। নীচের দিকের জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে পাহাড় সংলগ্ন তিন জেলায়। ২৮ ও ৩০ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এদিকে মালদা , উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। মালদা ও উত্তর দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved