Home Bengal বাংলায় ভোট বয়কট! কড়া অবস্থান মহিলাদের

বাংলায় ভোট বয়কট! কড়া অবস্থান মহিলাদের

এলাকায় কোন উন্নয়ন হয়নি তাই ভোট না দিয়ে গ্রামের মহিলারা অনশনে বসলেন।

by Pallabi Sanyal
19 views

মহানগর ডেস্ক : বাংলা সহ দেশব্যাপী চলছে তৃতীয় দফার নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। আর এদিন সকাল থেকেই কড়া অবস্থানে বাংলার মহিলারা। ভোটের দিন ভোট বয়কট করলেন তারা। হাঁটলেন বিক্ষোভের পথে। মালদায় অধরা উন্নয়ন, তাই উন্নয়নের মুখ না দেখা পর্যন্ত ভোট না দেওয়ার অঙ্গীকার গ্রামবাসীদের।ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েত এলাকায়।

উল্লেখ্য, মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের ১২২ নম্বর বুথে ধরা পড়ল এমনই ছবি। এলাকায় কোন উন্নয়ন হয়নি তাই ভোট না দিয়ে গ্রামের মহিলারা অনশনে বসলেন। তাঁরা জানিয়েছেন, যতক্ষণ ভোট চলবে ততক্ষণ তাঁরা অনশন চালিয়ে যাবেন। বুথে ভোট কর্মীরা রয়েছেন। কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ রয়েছে। কিন্তু এলাকার কেউ ভোট দেবেন না বলে জানিয়ে দিয়েছেন ওই গ্রামের বাসিন্দারা।এলাকায় উন্নয়নের দাবিতে বুথের সামনেই হাতে প্ল্যাকার্ড নিয়ে অনশনে বসলেন গ্রামের মহিলারা ।

মোট ১৩৮১জন ভোটার রয়েছে ওই বুথ এলাকায়। তাঁরা আজকে ভোট দিচ্ছেন না। এই অনশনের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে আসেন হবিবপুরের সেক্টর অফিসার। তিনি তাঁদের বুঝিয়ে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানান। তবে, গ্রামবাসীরা নারাজ। এলাকার মানুষের দাবি রাস্তাঘাট, ব্রিজ থেকে শুরু করে এলাকার উন্নয়ন হয়নি দীর্ঘদিন ধরে। এই ঘটনা কার্যত নজির বিহীন নির্বাচনী মরশুমে।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved