Home Bengal মুর্শিদাবাদে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ প্রার্থী সেলিমের

মুর্শিদাবাদে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ প্রার্থী সেলিমের

by Mahanagar Desk
197 views

মহানগর ডেস্ক : মুর্শিদাবাদের ডোমকলে ভোট শুরুর আগেই তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করল সিপিএম,কংগ্রেস। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় এইভাবেই বোমা-পিস্তল দিয়ে ভয়ের বাতাবরণ তৈরি করেছে তৃণমূল।
ভোটের আগের রাতে সিপিএম কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মুর্শিদাবাদের রানিনগরে ৩৪ নম্বর বুথে সিপিএম বুথ এজেন্টকে মেরে তৃণমূল কর্মীরা বুথ থেকে বের করে দেয়। তিনি প্রাণ ভয়ে স্থানীয় কলাবাগানে আশ্রয় নেন। বুথ এজেন্ট বলছেন কেন্দ্রীয় বাহিনীর সামনে তাঁকে আক্রমণ করা হয়েছে। মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের অভিযোগ, “তৃণমূল তার নিজস্ব কায়দায় ভোটের আগের রাত থেকে বোমা-পিস্তল এবং অন্যান্য অস্ত্র নিয়ে মুশিদাবাদ লোকসভার বিভিন্ন জায়গায় ভয়ের বাতাবরণ সৃষ্টির চেষ্টা করছে। ভোটের শুরুতেই আমাদের এক বুথ এজেন্টকে পিস্তল দেখিয়ে বুথ থেকে বের করে দিয়েছে। তবে সর্বত্র তৃণমূল এই সন্ত্রাস চালাবার চেষ্টা করলেও সফল হচ্ছে না। পুলিশকে জানিয়েও কাজ হচ্ছে না। কমিশন নীরব। রাতভর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বোমাবাজি হয়েছে। গোপীনাথপুর শিশু শিক্ষা কেন্দ্রের বুথে ঢুকে জাল এজেন্টকে টেনে বার করে দেন মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম।

মুর্শিদাবাদের চার কেন্দ্র মিলিয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে মোট ১৮২টি অভিযোগ জমা পড়েছে। দলগত ভাবে অভিযোগ জমা পড়েছে ৯৯টি। যার মধ্যে সিপিএমের অভিযোগ সব থেকে বেশি, ৭৩টি। কংগ্রেস ১২টি এবং তৃণমূল এবং বিজেপি ২টি করে অভিযোগ করেছে নির্বাচন কমিশনের কাছে।

মুর্শিদাবাদের গুধিয়া কাঁকসা হাই মাদ্রাসায় ২৫৪ নম্বর বুথে ভোট-সন্ত্রাসের অভিযোগ। সিপিএমের অভিযোগ, দলীয় এজেন্টকে মারধর করা হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে সিপিএম এজেন্টের মোটরবাইক, হামলা-যোগ অস্বীকার তৃণমূলের।

এদিকে সিপিএমের অভিযোগ নির্দিষ্ট বুথ ধরে পুলিশের কাছে এই ঘটনার অভিযোগ জানালেও ঘটনার এক ঘণ্টা কেটে গেলেও পুলিস বা কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে এসে পৌঁছয়নি। সিপিএমের বিরুদ্ধে তৃণমূলের এই সন্ত্রাস ও বুথ দখল চলছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের নাকের ডগায় অথচ পুলিশ নীরবতা পালন করছে। চুপ করে তৃণমূলী সন্ত্রাস দেখছে কেন্দ্রীয় বাহিনী।

মুর্শিদাবাদের ২৫৪ এবং ২৫৫ নম্বর বুথেও বাম এজেন্টের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

ভোট শুরু হওয়ার আগেই ‘সন্ত্রাস’ শুরু হয় মুর্শিদাবাদের ডোমকলে, এখানে বোমাবাজির অভিযোগ কটে কংগ্রেস। কংগ্রেস কর্মী-সমর্থকদের বাড়ি লক্ষ্য করে ‘গুলি’ চালিয়ে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টির অভিযোগ করা হয় তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

মালদহ উত্তরে বিজেপির হয়ে লড়ছেন বিদায়ী সাংসদ খগেন মুর্মু। তাঁর বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের প্রার্থী মোস্তাক আলম।

২০১৯ সালের মালদহ দক্ষিণ আসন জিতেছিল কংগ্রেস। এ বার ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে ইশা খান চৌধুরীকে। তৃণমূল এবং বিজেপির হয়ে দাঁড়িয়েছেন যথাক্রমে শাহনওয়াজ আলি রেইহান এবং শ্রীরূপা মিত্র চৌধুরী।

জঙ্গিপুরে তৃণমূলের হয়ে লড়ছেন বিদায়ী সাংসদ খলিলুর রহমান। ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে ধনঞ্জয় ঘোষকে। কংগ্রেস প্রার্থী করেছে মহম্মদ মোর্তাজা হোসেনকে।

মুর্শিদাবাদে তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সঙ্গে টক্কর চলছে সিপিএমের মহম্মদ সেলিমের। লড়াইয়ে রয়েছেন বিজেপির গৌরীশঙ্কর ঘোষ। রাজ্যের চারটি গুরুত্বপূর্ণ আসন মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে ভোট হচ্ছে। এই দফায় ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তার পরেও মুর্শিদাবাদের রানিনগরের লোচনপুরের ৩৪ নম্বর বুথের সিপিএম বুথ এজেন্টকে মেরে বুথ থেকে বার করে দিয়েছে তৃণমূল। তিনি বুথ থেকে ৩ কিলোমিটার দূরের কলাবাগানে আশ্রয় নিয়েছেন। মারধর কর সিপিএমের এই বুথ এজেন্টকে বের করে দেওয়া হয়। বুথ এজেন্টের অভিযোগ পিলিশকে জানিয়েও আমি বসতে পারিনি। সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমকে বিতারিত বুথ এজেন্ট সব জানিয়েছেন, ওই এলাকায় থাকতে, তিনি আসছেন।

এদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, সিপিএমের ২ জন সিপিএম মক পোলিংয়ের সময় বুথের ভেতর ঢুকতে চান, দুজনের প্রবেশের নিয়ম নেই।
তাই একজনকে রেখে অন্যজনকে বের করে দেন সেক্টর অফিসার। কিন্তু কেন নির্দিষ্ট অভিযোগের ১ ঘণ্টা পরেও পুলিশ রানিনগরের ৩৪ নম্বর বুথে আসেনি সেটা নিয়ে কমিশন নিরুত্তর।

তবে স্বাভাবিক ভাবেই তৃণমূল সিপিএমের এই অভিযোগ অস্বীকার করেছে।

সকাল ৯টা পর্যন্ত মালদহ উত্তরে ভোট পড়েছে ১৫.৩৩ শতাংশ।মালদহ দক্ষিণে ভোট পড়েছে ১৬.৩০ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়েছে ১৬.৯৫ শতাংশ এব‌ং ওই সময়ের মধ্যে মুর্শিদাবাদে ভোট পড়েছে ১৪.৮৭ শতাংশ। নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গের চার কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ১৫.৮৫ শতাংশ।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved